About Editor

 

FARHANA HRIDOYINI

 
★আত্ম পরিচয়★
১৯৮০ সালের ২৫ শে নভেম্বর কবি ফারহানা রহমান হৃদয়িনী জন্মগ্রহন করেন ,পিতা হাফিজুর রহমান তখন কুষ্টিয়া কোর্টে চাকুরী করতেন। মাতার নাম কানিজ সেতারা। তিনি বাবা মায়ের প্রথম সন্তান। তার দাদার নাম আজিজুর ররহমান বিশ্বাস, বাড়ি বিশ্বাস পাড়া, দুর্গাপুর,কুমার খালী। নানার নাম গোলাপ রহমান সরকার, বাড়ি কান্দাবাড়ী, কয়া, কুমারখালী। বাবার বাড়ি কোর্টপাড়া কুষ্টিয়া। মিশন প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পড়ালেখা শেষে, কুষ্টিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন ,তারপর কলকাকলী স্কুল হতে এস,এস,সি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হোন, অতপর কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে এইচ, এস,সি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হোন। অতঃপর কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে ২য় বিভাগে স্নাতক ডিগ্রী লাভ করেন। কুষ্টিয়া সরকারী কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অধ্যায়ন করলেও ফাইনাল পরীক্ষা দেওয়া হয়নি। কুষ্টিয়া শহরেই বিবাহ অতঃপর বিবাহিত জীবনের শুরু। স্বামী দুর্জয় ইসলাম পেশায় ব্যবসায়ী। বর্তমানে তিনি তিনটি কণ্যা সন্তানের জননী। ফেসবুক সাহিত্য চর্চার মাধ্যমে কবিতা লেখার শুরু। এবং মনে সাহিত্য প্রেম নিয়ে বাংলা সাহিত্য বিকাশে এই শ্লোগানকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশের ফেসবুক ভিত্তিক সংগঠন "বাংলাদেশ প্রাপ্তি সাহিত্য পরিষদ" গড়ে তুলেন । উনি গৃহিনী, সফল সংগঠক, সম্পাদক( প্রাপ্তি ম্যাগাজিন) ও প্রকাশক। ভ্রমণ, বইপড়া, নঁকশী-সেলাই এবং বাগান করা তার প্রিয় শখ গুলির মধ্যে অন্যতম। একুশে বইমেলা ২০১৬তে প্রকাশিত হয় প্রথম স্বরচিত কাব্যগ্রন্থ " হৃদয়িনীর কাব্যকথা"। ২০১৭ সালে প্রাপ্তি প্রকাশনীর লাইসেন্স গ্রহনের মাধ্যমে প্রকাশক হিসাবে তার যাত্রা শুরু হয়। সে বছরই প্রথম তিনি কুষ্টিয়া থেকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন লেখকের বইয়ের অর্ডার সংগ্রহ করেন। প্রাপ্তি প্রকাশনীর ব্যানারে মোট ১৭ টি গ্রন্থ অমর একুশে গ্রন্থমেলা- ২০১৭ ঢাকাতে প্রকাশিত হয়। ২০১৮ সালে প্রাপ্তি প্রকাশনী হতে দুটি বই প্রকাশিত হয়। এভাবেই শুরু একজন গৃহিনীর ডিজিটাল বাংলাদেশে স্বপ্ন পূরণের অগ্রযাত্রা। প্রাপ্তি ম্যাগাজিনটিও তিনি অনিয়মিত ভাবে প্রকাশ করে চলেছেন। সু দক্ষ সংগঠক হিসাবে বাংলাদেশ প্রাপ্তি সাহিত্য পরিষদকেও পরিচালিত করে চলেছেন। প্রাপ্তি সাহিত্য পরিষদের মাধ্যমে ঢাকাতে সাহিত্য অনুষ্ঠান করে নিয়মিত ভাবে দেশের বিভিন্ন প্রান্তের গুণী লেখকদের ও প্রবাসী ও ভারতীয় কবি লেখকদের সম্মাননা জানিয়ে চলেছেন। বিশেষ ভাবে উল্লেখযোগ্য প্রাপ্তি সম্মাননা প্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ, কবি হেলাল হাফিজ, কবি অসীম সাহা ও আবৃত্তিকার বদরুল আহসান খান। এবং ভারতের কবি শ্যামল সোম।
*শতকের স্বপ্ন প্রাপ্তি* সম্পাদিত কাব্য সংকলন, প্রকাশিত অমর ২১ শে গ্রন্থমেলা ২০১৬।
হৃদয়ে বঙ্গ বন্ধু, স্বপ্ন সারথি, মন ফড়িঙের হৃদ্যভাষ, হৃদয়ের ক্যানভাস, প্রাপ্তি শ্রেষ্ঠ গল্প সমগ্র -২, ছড়ার রঙে ছবি আঁকি, সম্পাদিত গ্রন্থ। প্রকাশকাল অমর একুশে গ্রন্থমেলা ২০১৭।
বাংলাদেশ নারী লেখক সোসাইটি হতে ২০১৬ সালে তিনি সফল নারী সংগঠক হিসাবে সম্মাননা পদক লাভ করেন। কুষ্টিয়ার গৌরব বৃদ্ধিতে কবি ও প্রকাশক হিসাবে বিশেষ ভূমিকা রাখার জন্য "ভালোবাসার কুষ্টিয়া" সংগঠনের পক্ষ হতে সম্মাননা স্মারক ২০১৮ লাভ করেন।
এভাবেই এগিয়ে চলছে একজন গৃহিনী, একজন মা, একজন নারীর পেশা গৃহিনী হতে সাবলম্বী নারী হিসাবে নিজের আত্মপরিচয় গড়ে তোলার গল্প।

1 comment:

Thank u very much