কতকাল চলবে এই কঠোর বিধি-নিষেধের নাটক?
ফারহানা হৃদয়িনী//// গার্মেন্টস কর্মীদের জীবনকে বিপন্ন করে তাদের গরু ছাগলের মত হেটে বা ট্রাকে চড়ে ঢাকা পৌঁছাতে বাধ্যকরা এক ধরনের মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে। গার্মেন্টস মালিকদের উচিত ছিলো আগে তাদের কর্মীদের ফিরিয়ে আনার জন্য গাড়ির ব্যবস্থা করা তারপর ফিরে আসার নির্দেশনা দেওয়া। এত সুবিশাল কর্মী গোষ্ঠীকে কঠোর বিধি নিষেধ উপেক্ষা করে এতটা পথ ফিরতে হলে পথে তাদের যে কত ভোগান্তী পোহাতে হবে এটা সবাই জানতো তবুও দ্বিতীয় বারের মত সেই একই অপরিকল্পিত নির্দেশনা দেওয়া হলো।সরকারের দেওয়া কঠোর বিধি নিষেধ অমাণ্য করে ছোট খাট ব্যবসায়ীরা দোকান খুললে বা একজনের জায়গা দুজন বাইরে বের হলেই যেখানে সাধারণ জনগণকে জরিমানা গুণতে হলো, সেখানে এসব বড় বড় ব্যবসায়ীদের সুবিধার জন্য সরকার নিজেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে হাজার হাজার মানুষের জীবনকে বিপন্ন করার জন্য কঠোর বিধি নিষেধের ভিতরেও গার্মেন্টস কর্মীদের কাজে যোগদান করার জন্য অনুমতি দিলো। এখন যারা এই গার্মেন্টস কর্মীদের এমন জীবনবাজি রেখে বাহিরে ছুটতে বাধ্য করলো তাদের জন্য সরকারীভাবে কত টাকা জরিমানার ব্যাবস্থা করা হবে? বড় বড় ব্যবসায়ীরা তাদের বিজনেস চালু রাখলে করোনা কেন ছড়াবে না? আর ছোটখাট ব্যবসায়ীদের পেটে লাথি মেরে দিনের পর দিন তাদের ক্ষতি গ্রস্থ করে কঠোর বিধি নিষেধের নাটক আর কতকাল চলবে?
No comments:
Post a Comment
Thank u very much