গানঃ ৩
তুমি বললেই নীলাকাশটা খেয়ে নেবে সাদা রঙ,
তুমি বললেই অবোধের শিকলে ধরে যাবে ঠিক জঙ।
তুমি বললেই অষ্টপ্রহর শুধু সুখ স্বপ্নের বেচাকেনা,
তুমি বললেই প্রেমিকের ঠোঁটে ঋণ খেলাপের দেনা।
/
তুমি আমার ক্রোধের আগুনে বিষন্ন কবিতা,
তুমি আমার ক্ষুধা পেটে গেলা দুপুরের সবিতা।
তুমি হাসলেই চাঁদের শরীরে সাদা গোলাপের চাষ,
তুমি হাসলেই আমার কবিতা উড়ন্ত বালিহাঁস।
তুমি হাসলেই শহরের বুকে সুবোধের চরাচর,
তুমি হাসলেই ব্রোথেলে ব্রোথেলে সংসার বাঁধে ঘর।
/
তুমি আমার ভুলের কার্পাসে বোনা বিপন্ন কবিতা,
তুমি আমার মানসীতে ডোবা অভিমানী সবিতা।
তুমি চাইলেই মাঠের সবুজে সুবর্ণের ব্যঞ্জনা,
তুমি চাইলেই বেলকনিতে ফুল হাতে রঞ্জনা।
তুমি চাইলেই পুঁজিবাদীরা কিটস্ এর ফেরিওয়ালা,
তুমি চাইলেই অবাধ্য গনিকারা গোছানো বধূবালা।
/
তুমি আমার এক জীবনের লেখা সমস্ত কবিতা,
তুমি আমার আশার বেসাতিতে মেঘে ঢাকা সবিতা।
*********************************************
© সুলতান নীল
No comments:
Post a Comment
Thank u very much