Sunday, September 3, 2023

অশ্রুজলের নিনাদ / ফারহানা হৃদয়িনী

 


অশ্রুজলের নিনাদ

ফারহানা হৃদয়িনী


কেউ খোঁজেনি বুকের ভেতর বরফ গলা নদী

কেউ বলেনি নীরব ব্যথায় বইছে নিরবধি 

কেউ শোনেনি পাঁড়ভাঙা সেই অশ্রজলের নিনাদ

কেউ দেখেনি নক্ষত্রের ঐ খসে পড়ার রাত।

এই যে আমার সত্তা জুড়ে তোমার উপস্থিতি

এই যে আমার হৃদয় জুড়ে তোমার অনুভূতি 

এই যে আমার না পাওয়াতেও তুমি শুধু তুমি

এই যে আমার সকল কাজে তুমি পূণ্য ভূমি।

তোমার অপেক্ষায় আজো বসে থাকি সবুজ তৃণের মাঠে,

তোমার অপেক্ষায় আজো বসে থাকি পুকুরের ঘাটে,

তোমাকে শোনাবো বলে কত গান বাঁধি, 

কত মায়ায় জড়াবো বলে দুচোখে কাজল আঁকি।

আসি আসি বলেও কেন তুমি এলেনা?

ভালোবাসি বলেও কেন ভালোবাসলে না?

আমার দুচোখ কাঁপে মৃত্যুহীন এক ক্ষুধায়,

আমার তৃষ্ণা জুড়াবে কবে তোমার প্রেম সুধায়!

আমি খুঁজি তোমার প্রতিচ্ছবি রূপকথাতে 

আমি খুঁজি তোমার পদধ্বনি পিচঢালা ওই পথে।

নিভৃত অন্ধকারে নিষিদ্ধ হয়েছে যে প্রাণ,

তার বেদনার হিসেব রাখেনি কোন মহান।

নিশীথের দেবালয়ে জাগে যে নিদ্রাহীন পাখি, 

অতৃপ্ত নোনাজলে ভেজা ভেজা দুটি আঁখি।

বুকে জমাট কষ্ট দহণে ম্লান তার মুখ-খানি,

তবু খুঁজে ফিরি মধুময় সেই জীবনের হাতছানি।

আমার দুচোখে বেয়ে এখনো ঝরে জল,

কত কিছু হারিয়ে ফেলার সে গরল, 

তোমার স্মৃতিরা আজো ছুঁয়ে ছুঁয়ে যায় এই মন, 

জানি মনের গভীরে তুমিই  যে ছিলে আপন।

এই তোমাকে পাই তবুও সেই তোমাকে পাই না,

সেই তোমাকে চাই তবুও এই তোমাকে চাই না।

তোমার তুমিকে হারিয়ে ফেলার সেই তব বেদনা,

চোখের তাঁরায় জমে জল শুধু তুমিই দেখতে পাওনা।


বল কেন তুমি এলে না!

কেন এলে না?

No comments:

Post a Comment

Thank u very much