শংসাবচন
✒️✒️লিটন আব্বাস
এবার আষাঢ়?
আগুর!
বায়নার আগাম উসুলে
সমানে ভিজিয়ে যাবে ধারাপাত
এতোকিছুর পরও হারানো গৌরব
সমকালীন রৌরবে---
শোনা যাবে না হয়তো
ব্যাঙের 'ঘ্যাঙর ঘ্যাঙর'!
বিঁচি কলাগাছ, নারিকেল গাছে ফলন কম
তাই বরবাদের আশংকায় নকশিবালিশে দরপতনের গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলো
কোলাব্যাঙ!
ঘুম থেকে উঠে দেখে
জানলায় লাগানো দামী পর্দাগুলো
বৃষ্টির ছিটেফোটায়
ফারদা ফাই হয়ে গেছে।
ঘরে দাওয়ায় লুকিয়ে থাকা কুনো
অতিমারীর কোপে গিফট পাওয়া
সাতষট্টি ইঞ্চি এলইডি স্মার্টটিভিতে
ইউরোর জমালো ফুটবলরণন দেখে
অগাধ অবসর! কানামেঘির বায়োস্কোপে
খুব একটা মন দাগে না সোনা ব্যাঙের
সকল ব্যাঙেরা ঐক্যবদ্ধ
হাজার মিলিমিটার বৃষ্টিতেও
তাদের আর ডাকতে কিম্বা
ঘ্যানঘ্যান আওয়াজ তুলতে
ভীষণ ইস্যু হয়ে গেছে;
তাদেরও দাবী আছে,
তাহারা নাকি উপেক্ষিত,
ইশতেহারে ক্লিয়ার করে তাদের অস্তিত্বের অবস্থান পাকাপোক্ত করা নেই!
তাই,
যতোই নান্দীপাঠ করো না ক্যান---
'ঘ্যাঙর-ঘ্যাঙর' ঐতিহ্যিক এই শংসাবচন
আর শুনতে পাবে না কালেভদ্রেও---কারণ,
জুন আসা মানেই খুন আসে
প্লাবনে মন, বন, উনন, স্বপ্ন সব ভাসে।
২০২১/
No comments:
Post a Comment
Thank u very much