চাহিদার শর্তে সাজে নর্তক
শিমুল ভূঁইয়া
তারিখঃ-০৫/০৮/২০২১
নিজেকে বিলীন হতে দেখলে এখন আর কষ্ট হয়না?
কারণ একটিই তো জীবন!
জীবন শুধু খাই,খাই
আর এই খাই,খাই মানুষ গুলোর কাছে
অর্থই শুধু মূখ্য? হোক তা বর্জ্য!
এরা অর্থ দিয়েই হতে চায় অগ্রজ
চাহিদার শর্তে সাজে নর্তক
কলুষিত ভরা তাঁদের মস্তক।
সহজ লভ্য এই জীবনে
তাই সহজ লভ্য মৃত্য চাই
অনাগত ভবিষ্যৎ বলতে কিছু নেই
তা শুধু মাটির পুতুলের ভ্রান্ত ধারণা।।
আমি অমানুষ হতে চাই না
আমি মাটির মানুষ হতে চাই
আমি বর্জ্য হতে চাই না
আমি হতে চাই এক টুকরো শুদ্ধ মাটি।
No comments:
Post a Comment
Thank u very much