প্রিয় লেখক/লেখিকা
প্রাপ্তি ম্যাগাজিনের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। আপনাদের প্রিয় প্রিন্ট ম্যাগাজিন প্রাপ্তি এখন তার অনলাইন ভার্সনও প্রকাশ করছে তাই আমাদের ওয়েব ম্যাগাজিন প্রাপ্তি বাংলা ম্যাগাজিন/ Prapti Bangla Magazine এ আপনার লেখা প্রকাশ করতে আগ্রহী। আমাদের কাছে লেখা পাঠানোর নিয়ম:-
★কবিতা বা ছড়া পাঠানোর নিয়ম।।
কবিতা/ছড়া কমপক্ষে ১টি করে পাঠাতে হবে।
কবিতার সাথে ১টি ক্লোজ-আপ ছবি দেবেন। কবিতার সাথে কবির ছবিও প্রকাশ করে থাকি।
অন্যান্য লেখা পাঠানোর নিয়ম:-
প্রবন্ধ, নিবন্ধ, কলাম, গল্প, নাটক,রম্য, স্মৃতিকথা, উপন্যাস,ভ্রমণ কাহিনী, গ্রন্থ আলোচনা, রেসিপি, অনুবাদ,পত্রকাব্য, স্বাস্থ্য বিষয়ক, আইন বিষয়ক, গিতীকাব্য, শিল্পকলা সংবাদ ও সাংস্কৃতিক সংবাদ।
... ... ... উপরের সবগুলো বিষয়ে লেখা পাঠাতে পারেন। লেখার সাথে অবশ্যই আপনার পূর্ণ নাম ঠিকানা ও মোবাইল নাম্বার সংযোজন করে দিবেন।
★★★পূর্বে ফেসবুক বা অন্য কোন মাধ্যমে প্রকাশিত নয় এমন লেখাই বিশেষ প্রাধান্য পাবে। তাই অপ্রকাশিত লেখা পাঠানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
লেখক নিজের সম্পর্কে স্ব-বিস্তারে লেখক পরিচিতি লিখবেন। কারণ আমাদের ম্যাগাজিনে লেখকের পরিচিতি প্রকাশ করা হবে। লেখার সাথে লেখক সম্পর্কেও পাঠক জানতে পারুক এটাই আমাদের একান্ত প্রচেষ্টা।
লেখা প্রেরণের ঠিকানা
praptishamoyiki@gmail.com
আমাদের ওয়েব সাইটের ঠিকানাঃ-
praptimagazine2021.blogspot.com
★★★প্রতিমাসে ওয়েব সাইটে প্রকাশিত মোস্ট পপুলার লেখার লেখককে পুরস্কৃত করা হবে।★
শুভেচ্ছান্তে-
ফারহানা হৃদয়িনী
সম্পাদক
প্রাপ্তি বাংলা ম্যাগাজিন
প্রয়োজনে যোগাযোগ
০১৭৩১৫৪০৪৮৫
No comments:
Post a Comment
Thank u very much