Saturday, July 3, 2021

কাব্য চিঠি "প্রিয় টুনটুনি"

 


প্রিয় টুনটুনি
আজ অনেকদিন হল তোমায় দেখিনা।তুমি কি এখনো আগের মতোই আছো?জেদী, অভিমানী,আহ্লাদী!!নাকি সময়ের বিবর্তনে বদলেছে তোমার চারিত্রিক উপাধি তোমার মনের অনুভূতি!!

জানো আজকাল কোনকিছুতেই যেন আর
মন বসে না!! বারে বারে শুধু কালের বিবর্তনে হারিয়ে যাওয়া সেই পুরনো স্মৃতির হাওয়া বয়ে যায় আমার
শুন্য হৃদয়ে।তোমার সেই ভূবন ভোলানো হাসি-মাখা চাঁদ বদনের দৃশ্যপট চোখের সামনে প্রতি মূহুর্তে ভেসে উঠে।তোমার সাথে কাটানো প্রতিটা আবেগঘন মূহুর্তের
মায়া আমি এখনো কাটাতে পারিনি।জানিনা কখনো পারবো কিনা??আচ্ছা তোমার কি এসব মনে পড়ে??

তোমার মনে আছে? আমাকে একটি লাল গোলাপ দিয়েছিলে!সেটি এখনো আমি সযত্নে বইয়ের
ভাজে রেখে দিয়েছি।এতদিন পর হয়তো তুমি সেটা চিনতে পারবে না।সেটার আগের রুপ যে আর নেই!!তবে আমি কিন্তু সেই ফুলটির গন্ধ এখনো পাই।যতবার ফুলটা স্পর্শ করি কেন যেন মনে হয় তোমাকেই স্পর্শ করি। ফুলের গন্ধের সাথে তোমার শরীরের গন্ধের অনেক মিল খুঁজে পাই। 

জানি কিসব আবোল-তাবোল বকছি।তোমার সাথেই যত কথা বলতে পারতাম।এখন আর ততটা পারি না।কিছু বলতে গেলেই কথা খুঁজে পাই না।তুমি কি যেতে যেতে আমার শব্দগুলোও নিয়ে গেলে?আচ্ছা,তুমি কি এখনো বৃষ্টি দিনে আমার কল্পনার আহ্লাদী নায়িকাদের মত
বৃষ্টি বিলাস করো?পূর্ণিমার চাঁদ দেখতে কি এখনো মধ্যরাতে ছাদে শ্বেত কাপড়ে অবস্থান করো?শিশির ভেজা ঘাসে কি খালি পায়ে হাঁটো?
আমারও খুব ইচ্ছে করে শীতের সকালে তোমায় নিয়ে খালি পায়ে তোমার হাতটি ধরে শিশির ভেজা ঘাস পদদলিত করবো।আর তুমি উষ্ণতা খুঁজতে গিয়ে আমার বুকে মুখ লুকাবে।।
আর তোমার সাথে বৃষ্টি বিলাস করা?সেতো আমার মনের কোণে লুকানো সঞ্চিত ইচ্ছা।যার অপেক্ষা আমি আজো করি।।অনেক অভিমান হয়তো আমার বিপরীতে তুলে রেখেছো। কিছুটা ঘৃণাও হয়তো থাকতে পারে!! আমারও কিন্তু অনেক কষ্ট জমা হয়ে আছে। কিন্তু সেটা তখন আর প্রকাশ করি না, কষ্টকে লুকিয়ে রাখতে শিখেছি।মাঝে মাঝে ভাবী আবার হয়তো কোন এক স্বপ্নিল ভবিষ্যতে আমরা আবার একত্রিত হব।
যেখানে পুরনো ক্ষতগুলো আর বিরাজমান থাকবে না!
যেখানে তুমি-আমি মিলে গড়বো কোন কল্পরাজ্যের স্বপ্নিল নগরী।।

📝সুমন তালুকদার

(প্রাপ্তি প্রিন্ট ম্যাগাজিনে প্রকাশিত লেখা থেকে নেওয়া)  

No comments:

Post a Comment

Thank u very much