Saturday, July 3, 2021

মেহরাজ হোসেন হিমেলের লেখা আত্ম মুকাভিনয়

 

আত্ম মুকাভিনয়

একটা কথা বলি, আপনার কাজ আপনাকেই করতে হবে। অন্য কেউ এসে করে দিবে না। এ পৃথিবীতে যদি ঐশ্বরিক কিছুতে বিশ্বাস করে থাকেন, তবে আপনি জেনে থাকবেন। প্রার্থনা সহ যাবতীয় ইতিবাচক কাজকর্ম আপনার হাত ধরেই করতে হবে। কারো দ্ধারা অন্য কারো পাপ পূন্য বিচার হয়না। শ্বাশ্বত ঐশ্বরিক বিষয়ে যদি এ হাল হয়ে থাকে তবে জাগতিক বিষয়ে "নিজের দ্ধারা করতে হবে" এ সংস্কৃতি কেন বিশ্বাস করতে কষ্ট হয়? আপনার পেটের ক্ষুধা নিবারণের জন্য আপনাকেই পেট পূজা করতে হবে। সারা পৃথিবীর মানুষ পেট পূরে উদরপূর্তি করলো আপনি থাকলেন ক্ষুধার্ত। লাভ নেই। খালি পেটে সেক্রিফাইজ মন বুঝলেও পেট বুঝবে না। বাসার সামনে বিয়ের অনুষ্ঠান চলছে। তরুন তরুনী উদ্যাম নৃত্য করছে। মজা করছে। আপনি জানালার শিক দিয়ে দেখছেন। আপনার ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, এটা আপনার অর্ধেক ভালো লাগা। আলু সংকটে পড়েছে দেখে, পটল আলু দিয়ে মিশ্রিত ভাজির মতো। কারণ আপনি জানেন ঐ জানালার বাহিরে আপনি যেতে পারবেন না। আপনার আসলে সে সুযোগটাই নেই। আমি মনেপ্রাণে একটা কথা বিশ্বাস করি, মানুষ তার প্রতিটি কাজ করে তার স্বার্থের জন্য। সে যা করতে ব্যর্থ হয় এটা হয় তার সীমাবদ্ধতার কারণে, ভাগ্যের কারণে এবং পরিবেশগত কারণে। এই যে কারণ কেন্দ্রিক প্রতিবন্ধকতা তা কিন্তু কোন অন্য আরেকজন এসে দূর করে দেয় না। হয় সে বিধাতার সহায়তা ও ভাগ্যের জেরে পায়। অথবা কোন না কোন ভাবে কারণটাই থাকে না। কিছুই না হলে সে ব্যর্থ। কিন্তু, কোন মানুষ প্রত্যাশা ও কারণ-অকারণের প্রতিবন্ধকতা দূর করার ঝান্ডা হাতে বসে থাকে না। বড়জোর সার্পোট করতে পারে কিন্তু মূল কাজটা নিজেকেই করতে হবে। পরীক্ষা হবে এবং আপনাকে তা দিতেই হবে। কিভাবে দিবেন, তা আপনার ব্যাপার। এটার নীতি নির্ধারক আমরা কেউ না। 
আমি আমার জীবনে কিছু মানুষকে ভালোবাসি। তাদের আমি না ভালোবাসলেও তাদের চলবে। কিন্তু, আমি তাও বাসি কারণ ঠেকা আমার। কাউকে ভালোবেসে কষ্ট পেলে এক মুহুর্তের ভেতর আমি কঠিন রুপে আবির্ভূত হই। সেই পুরনো যুক্তি, দরকারটা আমার। আমি আঘাত পেলে আমি সম্ভাব্য সব ভাবে তা মোকাবেলার চেষ্টা করি কারণ প্রয়োজনটা আমার। আমার ঠেকা, আমার দরকার, আমার প্রয়োজন এবং আমাকে যা করতেই হবে তা অন্য কেউ করে দিবে এ অপেক্ষাতে থাকলে আমার অপ্রাপ্তি বাড়বে বৈ কমবে না। একটা কথা মনে রাখা উচিত আমাদের আমাদের সাফল্য, ব্যর্থতা, কারণ, অকারণ, প্রাপ্তি ও অপ্রাপ্তির জিম্মাদার আমরা নিজেই। এর পরে যা আসবে তা নেহাৎই সম্ভাব্য পরিস্থিতি। পৃথিবীর সবথেকে সুন্দর দৃশ্য রঙ্গিন পর্দাতে দেখে আমি অবশ্যই খুশি হবো। কিন্তু,সেখানে যাওয়ার খুশি আর দেখার খুশি এক না। পার্থক্য আছে। আমি যেতে পারবো না সেটা আমার ব্যর্থতা। আমাকে অন্য কেউ এসে নিয়ে যাবে এটা প্রত্যাশা করা এটা আমার জন্য লজ্জা। আমি ব্যর্থতার ভার বইতে পারলেও তুচ্ছ ভাবনার অযাচিত লজ্জা বইতে পারি না। জীবনে এটাই দর্শন হওয়া উচিত। আপনি কাউকে ভুলতে পারছেন না, পদক্ষেপ নিয়ে আটকে যাচ্ছেন এটা আপনার রেসপনসিবিলিটি। আপনি অপার হয়ে বসে আছেন অকস্মাৎ মনুষ্য গোত্রীয় আপনার সব ঠিক করে দিবে এটাকে বলে বোকামি। সিম্পল। 

মেহরাজ হোসেন (হিমেল)

No comments:

Post a Comment

Thank u very much