Friday, June 10, 2022

কবি সুলতান নীলের কবিতা বৈশিষ্ট্যের মুখে এ্যালার্জি ঝোলানো

 বৈশিষ্ট্যের মুখে এ্যালার্জি ঝোলানো




প্রেমিক একটি শব্দসন্নিবেশ, এতে উহ্যভাবে পাগলামিসহ আরও বেশ কয়েকটি খোট্টামোট্টা শব্দের সন্নিবেশ থাকে। 

তবে প্রেমিক শব্দসন্নিবেশ থেকে উহ্যভাবে থাকা পাগলামি অংশটিকে সরিয়ে নিলে যা অবশিষ্ট থাকে তা হলো স্বামী,

স্বামী একটি চরম পুরুষতান্ত্রিক শব্দ যা কিচেনে তোমার নাকের ডগায় জমে থাকা হিরের মত মূল্যবান ঘামকে অবলীলায় অস্বীকার করবে এবং স্বামীসেবা নামক সামাজিকতা ও ধর্মান্ধতার বাটখারা দিয়ে মাপবে। 


কবিতাকে যদি আমাদের মত বাহ্যিকরুপে রুপায়িত করা যেত তাহলে তোমার নাম হতো, উত্তরাধুনিক কবিতা।

কবির কলমে তুমি যখন উত্তরাধুনিক কবিতা তখন ধর্মান্ধতা তোমার কাছে এ্যালার্জি,  এটা তোমার স্বাভাবিকতা নয়,  মনে রেখো এটা তোমার বৈশিষ্ট্য। 


অথচ বৈশিষ্ট্যের মুখে এ্যালার্জি ঝুলিয়ে কি দারুণ মায়াপ্রবঞ্চনায়, 

তোমার হৃদয়ের প্রবেশপথে ঢাউস সাইনবোর্ডে বড় বড় হরফে লেখা থাকে, 'এটা গরু ও ছাগলের সংরক্ষিত বিচরণক্ষেত্র, পাগল প্রবেশ নিষিদ্ধ '। 


© সুলতান নীল 


২৭ মে, ২০২২ইং 

মিরপুর, ঢাকা।

No comments:

Post a Comment

Thank u very much