Friday, June 10, 2022

আহমেদ রাজিবের লেখা কবিতা *তুমি আমার*

তুমি আমার



✒️✒️আহমেদ রাজিব

 এখনও আগের মত ভাবি তোমাকে, 

এখনও স্বপ্ন বুনি আঁধারে বসে।

এখনও রাত জাগি ভোরের অপেক্ষায়-

এখনও চাঁদ সেই জোছনা বিলায়।

এখনও তুমি সেই আগের তুমিটাই-

দূরত্বের বেড়াজালে বন্দী বুক-পিঞ্জিরায়।


এখনও আকাশ বলে তুমি আমার-

এখনও সাগর জলে চোখ নদী ভিজে বারেবার।

এখনও ভাঙা-গড়ার অভিমান ঝরে,

এখনও কষ্ট গুলো পুষে রেখেছি গোপনে।

এখনও মন বলে তুমি আমার-

আসলে বাস্তবতায় গল্পের চিত্রনাট্যের বিরাট রদ-বদল।


এখনও ফাগুন আসে বসন্ত ছুঁয়ে-

এখনও শরৎ নামে ধূসর কাঁশবনে।

এখনও ভিজেও কদম আষাঢ়-শ্রাবণে,

এখনও হৃদয় ফাঁটে চৈত্রের দাবদাহে।

এখনও আকাশ কাঁদে,কাঁদো না তুমি

তোমার ঐ চোখের জল এতই কি দামি?

No comments:

Post a Comment

Thank u very much