খন্দকার উল্লাস |
নিষিদ্ধ শহর
✒️✒️খন্দকার উল্লাস
গোলক ধাঁধার অন্ধগলির পথগুলোতে,
নিষিদ্ধ স্বপ্নের কেনাবেচা চলে।
ঘৃণ্য জগতের হয় আনাগোনা,
অগোচরে কুকর্মের পসরা সাজায় ভিন্ন জগতের দোকানীরা।
পতিতার শরীর যেখানে উৎকৃষ্ট পণ্য।
অন্ধগলির বাসিন্দারা কি তবে অন্ধকারে এসেছিল ধরণীতে,
তাদের স্বপ্নগুলো কি নিষিদ্ধ ছিল?
সুন্দর মনুষত্ব বহনে তারা হয়তোবা ভূমিষ্ঠ কোন কোমল মৃত্তিকায়।
বৈষম্য তাদের করেছে ভিন্ন,
ক্ষুধা নামক আর্তনাদের জন্য।
---
No comments:
Post a Comment
Thank u very much