Sunday, June 27, 2021

হাসিনা রহমানের কবিতা ঃ অনুভবে তুমি


কবিতা 

অনুভবে তুমি

হাসিনা রহমান 

অনুভবে যত চেয়েছি তোমায় মম তৃষিত মনে

আলাপন তত পেয়েছি তোমার মোর হৃদয়ের সনে।

মিশে আছো তুমি নিত্য আমার সকল কাজের মাঝে

ছায়ার কায়াতে দেখি যে তোমায় সকাল-বিকাল-সাঁঝে।

কোন ক্ষণে যে এসেছো হেথায় এত কাছে নির্জনে

বসন্ত মোরে দানিয়াছো বিরহী কোকিলের কুজনে।

চাঁদ-তারা ভরা স্নিগ্ধ আকাশ ইশারায় কাছে ডাকে

চলেছি সেথায় নিবিড় আবেগে হাতে হাত দুটি রেখে।

বনফুলের সুবাস ঝিরি ঝিরি বাতাস মিষ্টি মধুর আবেশ

নেশা জাগিয়ে উড়িয়েছে মোর রাঙা আঁচলের বেশ।

কর্ণ-কুহরে নিঃশ্বাসে তব উদ্দাম প্রেমের আহবান

বিহবল করে তোমার তনুর চিরচেনা সুবাসিত বাণ।

ইচ্ছে করে আজি এ বেলায় ছুঁয়ে দেখি তোমায়

পাছে যদি সব ফাঁকি হয়, মনে জাগে শুধু ভয়।

তার চেয়ে এই ভালো, এই বুঝি বেশ ভালো

অনুভবে তুমি থাকো চিরকাল হয়ে গোধূলীর আলো।


০১/০৫/১৮






No comments:

Post a Comment

Thank u very much