Sunday, June 27, 2021

ফারহানা হৃদয়িনীর লেখা কবিতা ঃশিহরিত বরষায়


কবিতা

শিহরিত বরষায়

 ফারহানা হৃদয়িনী

 
বর্ষার মোহনীয় রিমঝিম দিনে
বাহিরে অঝোর বারিধারা ঝরে,
ক্ষণে ক্ষণে হৃদয়ের বরিষনে,
অন্তরালে তোমাকেই মনে করে।
আমি আজ বসে হিজলের বনে
ক্লান্ত, বিষণ্ণ বিকেলে বড়ই একা,
অাক্ষেপ হাহাকার হৃদয়ের কোণে
জানিনা পাবো কি তোমার দেখা?
এই বিশাল নীল আকাশ পানে
একমুঠো স্বপ্ন চেয়ে আছি বসে,
চাতক পাখির ন্যায় দৃষ্টি হেনে
ভালোবাসার শেষ সীমানা ঘেষে।
রিমঝিম রিমঝিম সুখের শিহরণে
বৃষ্টির ফোটা যখন পড়লো হাতে,
মনে হলো এতো বৃষ্টি নয়; তনু-মনে
ছুঁয়েছ তোমারই স্পর্শের মায়াতে।
পূর্ণতা তোমার নিবিড় আলিঙ্গনে
আজকে যেন এই হৃদয়ের মাঝে,
ডুবে আছি সুখময় মধুর আলাপনে
দূরবাসী দুজনেই খুব কাছে কাছে।
তাই স্মৃতি তোমায় ডাকে মনে মনে,
তুমি চলে এসো আমার দক্ষিন দ্বারে।
এসো ভিজি তুমি-আমি শুধু দুজনে,
বর্ষা প্রেমের আকুলতায় বারে বারে।
এসো প্রিয়, এসো এই প্রিয় ক্ষণে,
অপেক্ষারত আমি দেখবো তোমায়।
জড়াবো তোমাকে হৃদয়ের বন্ধনে,
তুমি চলো এসো এই শিহরিত বর্ষায়।
 
  

No comments:

Post a Comment

Thank u very much