Sunday, August 1, 2021

লেখক মোঃ জহিরুল হোসাইন খান নাসিমের লেখা কবিতা "বঙ্গবন্ধু তুমি"

 


"বঙ্গবন্ধু তুমি"
লেখক মো: জহিরুল হোসাইন খান নাসিম।

বঙ্গবন্ধু তুমি স্বাধীনতার ধারক, তুমি জাতির জনক
বাংলার গৌরব, বিশ্বের নন্দিত পুরুষ,
তোমার সততা, সাহস আর মূল্যবোধে তুমি ছিলে উদার
তাই পেরেছো দিতে ফিরিয়ে বাংলার জৌলুস।
বাংলাকে তুমি বেসেছিলে ভাল
বাঙ্গালীরা হয়েছিল তাই একত্রিত একে একে,
পশ্চিমা ষড়যন্ত্র পারেনি রুখে, তোমাকে বিচ্যুত করে
বাংলা আর বাঙ্গালীর চেতনা থেকে।
তোমার প্রতিটি নিঃশ্বাস ছিল
বাংলার প্রতিটি মানুষের নিঃশ্বাস,
তাই তুমি সর্বোতভাবে হয়েছিলে জয়ী
পেয়েছিলে ভালবাসা আর মানুষের বিশ্বাস।
আগরতলা ষড়যন্ত্রেও পারেনি তোমাকে রুখে
পারেনি দুর্ভেদ্য খাঁচায় রাখে বন্দী,
নিজের সুখ করেছিলে ত্যাগ তবুও
সেদিন করোনি বর্বর গোষ্ঠীর সাথে কোন সন্ধি।
৭ই মার্চ ১৯৭১ এর ঐতিহাসিক ভাষণে
বলেছিলে তুমি, শোষকের বিরুদ্ধে দাঁড়াতে রুখে,
সেদিনের সেই কথায় লাখো কোটি বাঙ্গালী ঝাপিয়ে পড়ে নির্দ্বিধায়
শত্রুর মোকাবেলায়, মৃত্যুর কোলে ঢলে শত সহস্র বুলেট নিয়ে বুকে।
ত্রিশ লক্ষ প্রাণ আর লাখো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করেছো অর্জন,
সে তো তোমারই নির্জলা নেতৃত্ব, স্বাধীনতাকে করেছে ত্বরান্বিত
আমরা পেয়েছি মুক্তি, মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার ঘটেছে প্রতিফলন।

No comments:

Post a Comment

Thank u very much