Sunday, August 1, 2021

ইমরান খান রাজের লেখা কবিতা "প্রতিশ্রুতি"

 


প্রতিশ্রুতি 

ইমরান খান রাজ 


সবকিছু মনে রাখা হবে। 
আমার প্রতি তোমার না বোধক উত্তরগুলো 
মনে রাখা হবে আরো কিছুকাল। 

সবকিছু মনে রাখা হবে। 
তোমার অবহেলা আর মিথ্যা অভিযোগগুলো 
মনে রাখা হবে আরো কিছুকাল। 

সবকিছু মনে রাখা হবে। 
তোমার মিথ্যা ভালোবাসার অভিনয়টা 
মনে রাখা হবে আরো কিছুকাল। 

সবকিছু মনে রাখা হবে। 
প্রথম দেখার সেই মিথ্যে মুচকি হাসিটা 
মনে রাখা হবে আরো কিছুকাল। 

সবকিছু মনে রাখা হবে। 
তোমার মিথ্যা প্রতিশ্রুতিগুলো 
মনে রাখা হবে আরো কিছুকাল। 

সবকিছু মনে রাখা হবে। 
হঠাৎ তোমার পরিবর্তনের কথা 
মনে রাখা হবে আরো কিছুকাল। 


No comments:

Post a Comment

Thank u very much