এই কি স্বাধীনতা!
....আলাউদ্দিন লাভলু
এই শহরে পথে পথে অনাহারি মানুষের সারি।
ক্ষুধার বিষাক্ত কামড়ে তারা শুধু গোঙায়
আর গোঙায়।
তাদের এই গোঙ্গানী ইট পাথর আর কংক্রিটের দেয়ালে প্রতিধ্বনিত হয়,
তা এই শহরের মানুষের কানে পৌঁছায় না।
তাদের পেটের জ্বালায় চোখে নামে
অশ্রুর কুয়াশা।
এরা পথের মানুষ।
এ কেমন জীবন?
ঠিক যেন পথের এই জেব্রাক্রসিং,
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত,
তাতে সাদা অংশ খুব কম।
রাস্তায়ফুটপাতে সন্তান কোলে কঙ্কালসার মা
হাড় জির জিরে মায়ের কোলে
ততোধিক দূর্বল শিশু।
শূন্য থালা হাতে পথের ধারে ভিক্ষুক
ফুটপাতে কুকুরের সঙ্গে শুয়ে থাকা মানুষ।
পেটের জ্বালায় তারাশুধু গোঙা আর গোঙায়,
তাদের সামনেই কত ঝুটে ভাত ফেলে যায়।
পথের এই মানুষদের গোঙানীর শব্দ শোনার ফুরসত তাদের নেই।
এগুলো মানব সৃষ্ট ক্ষত।
এইক্ষত যেন আমাদের নিঃশব্দে ধিক্কার দিয়েবলে যায়,
এই কি স্বাধীনতা?
No comments:
Post a Comment
Thank u very much