Monday, August 2, 2021

আহমেদ রাজিবের লেখা কবিতা" দৃষ্টিকোণ"



 দৃষ্টিকোণ

আহমেদ রাজিব


আমরা দুজনে দুজনের জায়গায় থেকে ঠিক,
আবার দুজনে দুজনার দৃষ্টিকোণ থেকে ভুল-
সত্যিটা কি জানো? তুমি চোখ বুজে অনুভব কর উত্তর পেয়ে যাবে।
তুমি আরো আরো আরো বেশি করে অনুভব করো
তুমি চোখ খুললে আমি আমার চোখ  বন্ধ করবো।
আমরা আসলে কে? আমাদের সম্পর্কটা আসলেই কি?
দুজনের দুজন পায়ে পায়ে ধরি দোষ-
হাটতে গেলে চলন বাঁকা,হাসতে গেলে হিসেব কষা।
আমরা আমাদের ছোট ছোট ভুল গুলো ফুল ভাবতে পারিনা
আমাদের সুখ গুলো ভাগ করি ঠিকই দুঃখ গুলো ভাগাভাগি করে নেই না,
যেখানে দুজনের সুখের অমিল জগৎ হলেও দুঃখের দিনে
কাঁধে হাত দিয়ে নির্ভরতা কণ্ঠস্বরে-
"সব কিছু ধ্বংস হোক আমি আছি তোমার পাশে"
মুহুর্তেই সব প্রলয় ঝড় মাড়িয়ে দেখতে উদাস্ত রক্তিম সূর্য্যি হাসি।
তুমি আরো আরো আরো বেশি অনুভব করতে থাকো-
আমাদের ভালোবাসাতে কোন ঘাটতি ছিলো না,
ঘাটতি ছিলো আমাদের দৃষ্টিকোণের বাচন ভঙ্গী।
দুজন দুজনকে চিনতে পারিনি এটাই বড় ব্যর্থটা
তাই দুজনের মাঝের দূরত্ব জমে জমে অভিমানের পাহাড় গড়েছে
যে পাহাড়ের এপাশে-ওপাশে দুজনের বসবাস।
দুজন দুজনের দৃষ্টিকোণ পাল্টাতে পারিনি
অদৌ কি দুজন দুজনকে এখনও ভালোবাসি?

No comments:

Post a Comment

Thank u very much