Tuesday, August 3, 2021

ভারতীয় কবি নরেশ মন্ডলের লেখা কবিতা "বাসি রুটি ও ভোর নামচা"


 

      বাসি রুটি ও ভোর নামচা 

               নরেশ মণ্ডল

কোনো রাতে ট্রেন মিশ হলে
ফিরে আসি প্ল্যাটফর্মের বেঞ্চে
পা তুলে খকখক করে কাশি
বাসি রুটি  বের করে চিবোই
পেট তো লকডাউনের বাইরে
আটকে গেলে ফেলে যাওয়া
জলের বোতল থেকে ঢক ঢক
গলায় ঢেলে খাকারি দিয়ে সাফ করে
আবার বাকি টুকরোগুলো গলাধঃকরণ
এ ভাবেই বেশ তো ছিল
হঠাৎ ছড়ালে রোগ, মহামারী
আমরা কি পারি।
ভদ্দরলোকে এ ভাবে পা তোলে না
খকখক করে কাশেও না
মুখে সুগন্ধী রুমাল, ঢাকা মাস্ক
মাস্ক কবে গেছে
কনুই দিয়ে কাশা ময়লা জামায়
কত ছড়ানো বিষ
কতটা দূরত্বে বসে আছি
আমরা কি পারি।

ট্রেনের শব্দ শুনতে পাচ্ছো
পুব আকাশে আলোর রেখা
আমরা সবাই সকাল থেকে
সবুজ গাছ হয়ে ছড়িয়ে পড়ি
শিশুরা থাকুক আমাদের জড়িয়ে
এক একটা শিশুর এক একটা গাছ।



No comments:

Post a Comment

Thank u very much