শেকড়ের ছবি
রকিবুল হাসান
তোমার সুখের প্রত্যেকটি চাবুকের ঘা এসে আমার বুকে লাগে
আমি হাসি;
নরম মাটির মতো পেতে দিই নিজেকে- তোমাকে ভালোবাসি।
কবিতায় অবজ্ঞা ও অবহেলা সযত্নে বাঁধাই করে রাখি
শব্দ খুলে খুলে তোমাকে দেখি;
নির্ঘুম জীবন ক্যানভাসে তোমার ছবিই আঁকি।
তোমার উপেক্ষা কখনো আমাকে করেনি উজান ঢেউ
একটুও জমিন নেই-নি:স্ব আমি;
শুধু বুকটুকু আছে-তার সবটুকু সুবাসিত ঘ্রাণ তুমি।
ভালোবাসার আদরে দারুণ কৌশলে যতবার দাও
বিষের পেয়ালা;
গহিন তৃষ্ণায় পান করি আশ্চর্য সমুদ্রসুখ জীবনবেলা।
কতোটা ভালোবাসলে ভালোবাসা হয়-অংকটা জানিনি
শেকড়টা ধরে রাখি;
শেকড়ই যে বুকে-পিঁঠে শৈল্পিক ছবি অবজ্ঞা ও অপমানের।
মিরপুর, ঢাকা
আট. দুই. বাইশ
No comments:
Post a Comment
Thank u very much