#বাইশে_শ্রাবন_কবিগুরু_রবীন্দ্রনাথ_ঠাকুরের_আশিতম_মহাপ্রয়াণ_দিবস_স্মরণে_#
-------------------------------ওয়াহিদ ফেরদৌস
[৭৪ বছর আগে এই দিনটিতেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান। ক্যালেন্ডারের হিসাবে দিনটি ছিল ২২ শ্রাবণ, ৭ আগস্ট, এখন অবশ্য আমাদের দেশে দিনটি পালন করা হয় ৬ আগস্টে।]
১৯৪১সালে বেলা ১২টা ১০মিনিটে 'কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের' জীবনাবসান ঘটে।
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি,ঔপন্যাসিক,প্রাবন্ধিক,নাট্যকার,চিত্রকর,ছোটগল্পকার, অভিনেতা,কন্ঠশিল্পী,সংগীতস্রষ্ঠা, ও দার্শনিক।
তাঁকে বাংলাভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। তাঁকে কবিগুরু,গুরুদেব,ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।
রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ,৩৮টি নাটক,১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ এবং অন্যান্য গদ্য সংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়।
তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প, ১,৯১৫টি গান, যাথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তরভূক্ত হয়।
রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য- ১৯খন্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়।
কবির স্মরণে একটি কবিতা সবার জন্য নিবেদন করলাম।
-_----------------------
আজি হতে শতবর্ষ আগে-
এই নব প্রজন্ম কবিদের তরে-
প্রশান্ত মন লয়ে কত অনুরাগে-
তুমি লিখেছিলে যে কবিতাখানি-
আমি রসহীন অতিশয় দীন, তবু ভাবি মনে-
সে কি গো লিখেছিলে,
আমায় ভাবিয়া আনমনে,
যতই পড়িছি বসি ততই তোমায় যে আনিছে টানি আমার সমুখে।
আমি যে কবি নহি, নহি তব ছায়া-
জানি আলোর উৎস তুমি, রবির নাহি হয়-
শুধু তমসাঘন রাতে নতুন রবির আশে-
দুটি চোখ জাগিয়া যে রয়।
খুলিয়া দক্ষিন দ্বার বসি বাতায়নে-
দেখিতেছি আজিকার বসন্তের পুষ্পসমারোহ।
হয়তো এমন করেই ফোটেছিল ফুল-
তোমার কাননে,আজি হতে শতবর্ষ আগে-
পড়িতেছি বার বার হইয়া বিহ্বল-
অনুরাগে শিক্ত তোমার এই কবিতাখানি-
আজি হতে শতবছর পরে।
"একটি গান নিবেদন করলাম"
এই বেলা বেলা আছে আয় কে যাবি~
মিছে কেনো কাটে কাল- কত কি ভবি~
সূর্য পটে যাবে নেমে~
খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা আঁধারে~~
পা_রে কে যাবি ওগো তোরা কে~~২/ঐ
ওপারেতে উপবনে~
কতখেলা কতজনে~
ওপারেতে ধূ ধূ মরু বারি বিনা রে~~ঐ
পা_রে কে যাবি ওগো তোরা কে~~
আমি তরি নিয়ে বসে আছি নদী কিনারে~~~~২/ঐ
No comments:
Post a Comment
Thank u very much