আমি তো গ্রামের নই
-------------✒️📝সানোয়ার রাসেল
আমি তো গ্রামের নই, হতে পারি নাই কোনো দিনই
বললে বলতে পারো,
ট্রেনের জানালা দিয়ে যতটুকু দেখা যায়; চিনি
কিংবা পাখির চোখে, ভূতলে ঝলসে ওঠে নদী―
তাহার চিকন দেহ, সবুজ জমির ফাঁকে
জলরঙে যেন আঁকে কেহ―
এঁকে বেঁকে শুধু ছুটে চলা, নিরলস শিশু নিরবধি―
সেই শিশুর মতন করে বলা।
আমি তো দেইনি ডুব গহীনে, করিনি বাস গ্রামীণ সমাজে
বুঝিনি কুটকচালি, কান কথা নিয়ে কানাকানি,
পরনিন্দা, গ্রামের রাজনীতি―
কিংবা অন্য সব যা-ই কিছু আছে
বড়জোর দেখা হতো কদাচিত
গ্রাম ছেড়ে আসা এক পিতার ঈদের ছুটি-মাঝে।
সেখানে আদর ছিলো, নিমগ্ন হয়ে খেলা, মুক্ত-স্বাধীন―
ভেড়ার পালের পিছে ধানের শূন্য মাঠে কেটে যেতো দিন।
ভাষার টানের মাঝে হঠাৎ আবিষ্কৃত রক্তের বান―
অলখে কেউ বুঝি বা এভাবেই গেয়ে যায়
বংশপরম্পরে প্রজন্ম-গান!
আমি তো গ্রামের নই, কখনই হতে পারি নাই পুরোপুরি
তবুও তো প্রতিবার গলা ও বুকের কাছে
কি যেন আটকে থাকে, যতবার গ্রাম থেকে ফিরি!
তবুও তো প্রতিবার গলা ও বুকের কাছে
ReplyDeleteকি যেন আটকে থাকে, যতবার গ্রাম থেকে ফিরি!
অনবদ্য কবি!মনে হয় আবার গ্রামে ফিরে যাই।
অসাধারণ হয়েছে।
ReplyDeleteভিন্ন ধাঁচের লেখা পড়লাম অনেক দিন পর, ভালো লাগা রইলো লেখায়। আরও লিখুন।