কবি সাইদুল ইসলাম এর সংক্ষিপ্ত জীবনী:
বাংলা সাহিত্যের অন্যতম কবি, সঙ্গীতজ্ঞ, সঙ্গীতস্রষ্টা, কবি-কথাসাহিত্যিক, কন্ঠশিল্পী, সুরকার ও গীতিকার বাংলাদেশ বেতার ও টেলিভিশন বিটিভি ঢাকা।
আলহাজ্ব মোহাম্মদ কবি সাইদুল ইসলাম এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ভাগ্যের নির্দয়তায় ছোট বেলা থেকেই কবি বেঁচে থাকার তাগিদে লড়াই করতে শুরু করেন। গৃহস্থের বাড়ী রাখালীতেই কবির বাল্য জীবন অতিবাহিত হয়। দীর্ঘ ৬ বছর পর রাখালী ছেড়ে কবি বাবার সাথে কৃষি কার্যে যোগ দেন। দীন মজুরী দিয়ে সংসারের ব্যয় খাতে বাবাকে সাহায্য করতেন তিনি। কবির বয়স তখন মাত্র ১৩ বছর। এত অল্প বয়সেও কবি সংসারের দুর্দশা এড়িয়ে যেতে পারেননি। কবি সাইদুল ইসলাম এর কন্ঠের মাধুর্যতাও কিন্তু অসাধারণ ছিলো। আবদুল আলীমের পল্লী গীতি গানের সুরে সুরে শত জনতার ভীড় জমিয়ে তুলতেন কবি কখনো সারা মাঠের রাখাল দের নিয়ে গানের প্রতিযোগিতা করতেন তিনি। দিনের বেলায় বাবার সাথে মজুরী আর রাতের বেলা প্রতিবেশীদের শিক্ষিত ছেলে মেয়ের কাছে অ, আ,শিখতে লাগলেন কবি। এ ভাবেই চলতে থাকে কবির লেখা পড়ার কাজ। এক সময় স্বাধীন হলেন কবি, স্কুলে ভর্তি হলেন। অতি অল্প সময়ের মধ্যেই প্রথম শ্রেণীর বই উত্তীর্ণ হয়ে দ্বিতীয় শ্রেণীতে হাতে খড়ি তোলেন কবি সাইদুল ইসলাম। পেশায় কৃষক এহেন মানুষটির পড়াশোনা কিন্তু এস এস সি অবধি। জ্ঞান যে প্রথাগত শিক্ষার ধার ধারে না তার জলজ্যান্ত উদারণ তিনি। ৭০ বছরের এই বৃদ্ধাকে চিনতে পারবেন প্রায় অনেকেই কুষ্টিয়া জেলা ধীন মিরপুর উপজেলার অন্তর্গত প্রসিদ্ধ খয়ের পুর গ্রামের এই মানুষটা। কবি নামে এক ডাকে চেনেন প্রায় সকলেই। চিনবে না-ই বা কেন?। কবি সাইদুল ইসলাম। তিনি শুধু কবি ও লেখকই নন। একজন গীতিকারও বটে। বাংলাদেশ বেতার ও টেলিভিশন বিটিভি এর তালিকাভূক্ত গীতিকার ও সুরকার এবং কন্ঠশিল্পী, কবি ও কথাসাহিত্যিক। অনায়াসে দক্ষতায় সাহিত্য চর্চা, সাহিত্য সেবা, সাহিত্য রচনা করেন। তখন কে বলবে প্রথাগত ডিগ্রি নেই তার। কবি নিজেই জানালেন ছোটবেলার কথা পাঁচ ভাই ও তিন বোনের সংসারে কবি ভাইদের মধ্যে তৃতীয় সন্তান। জীবন সংগ্রাম সেই শুরু কিন্তু ভাঁটা পড়েনি বই প্রেমেতে অভাবে স্কুলে যাওয়া বন্ধ হয়। চেয়েচিন্তে বই আনতেন তাঁর পিতা মরহুম আমোদ আলী, মাতা খদেজা খাতুন। নিরক্ষর হলেও বইয়ের কদর জানতেন। দরিদ্র পরিবারের ধান বিক্রির টাকায় কেনা হতো বই। চাষের কাজের পাশাপাশি সাহিত্য কাজ সেই সঙ্গে পড়াশোনা চলতে থাকে। লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, সুরকার ও গীতিকার, সঙ্গীতস্রষ্টা কবি সাইদুল ইসলাম। ১৯৫১ সালে ৭ অক্টোবর জন্মগ্রহণ করেন। শ্রদ্ধা জানাই প্রিয় কবির প্রতি। মাত্র ১৭ বছর বয়সে কবি তার সাহিত্য কর্মময় জীবন শুরু করেন, সাহিত্য সাধনায় আত্ননিয়োগ করেন। কবি হিসেবেই তিনি অধিক পরিচিতি। কবির চার ছেলে এক মেয়ে নিয়ে সংসার। কবির দুই ছেলেও চাষবাস করে সংসার চালান। সংসারে টানাটানি থাকলে কি হবে বাবাকে উৎসাহ জোগান তাঁরা। কবির দ্বিতীয় ছেলে সাঈদ রাজা জানালেন যতই দরিদ্র থাকুক বাবাকে বাধা দেওয়ার কোনও প্রশ্নই নেই। এক মুখ খোঁচা খোঁচা দাঁড়ি পরনে তালি দেয়া আধময়লা জামা কাপড় নিতান্তই সাধারণ চেহারার মানুষটা যে এমন অসাধারণ সাধনায় মেতে রয়েছেন তা নিয়ে গর্বিত প্রতিবেশীরাও। একটু স্বাচ্ছন্দ্যের আশায় নিজের লেখা গান গাইতে শুরু করেন কবি। লোকমুখে খ্যাতি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। এখানেই শেষ নয়, ছোটবেলায় ছুটে বেড়িয়েছেন দেশের বিভিন্ন জেলায় কবিতা ও গানের জগতে। নানীর অর্থনুকূল্যে গ্রামেই ফার্ম রোডস্থ একটা মুদী দোকান দেন কবি এখানেই লেখা পড়ার পাশাপাশি সাহিত্যের হাতে খড়ি। কবির হাতে গান ও কবিতা লেখার প্রথম ঘড়ি ওঠে। চলতে থাকে মুদী দোকান সেই সঙ্গে পড়াশোনা ও সাহিত্য রচনা।
দুঃখ কষ্টের মধ্যে দিয়ে লেখা পড়ার কাজ চালিয়ে গেছেন তিনি আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৭২ সালে এস এস সি পাশ করেন কবি পরবর্তী জীবনে পেশা হিসেবে বাংলাদেশ পুলিশ লাইন্সে যোগদান করেন। কুষ্টিয়া পুলিশ লাইন্সে যোগদান করে ট্রেনিং গ্রহণ করেন রাজশাহীর সারদায়। পরে পোস্টিং হয় পাবনা জেলায়। কিন্তু শিল্পী সাহিত্য মন উড়ন্ত ছন্নছাড়া জীবন বাধা ধরা নিয়মে আটকে থাকতে পারেনি তিনি। দুই বছর মত চাকুরী করে চাকরি ছেড়ে ফিরে আসেন গ্রামে, সেই সুরের সংগীত সাহিত্য সাধনায়। ছুটে চলেন কবিতা ও গানের নেশায় দেশের বিভিন্ন জেলায়। পরবর্তী জীবনে পেশা হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীতে আবার চাকুরিতে যোগদান করেন কবি। সেখানেও সাহিত্য শিল্পী মন স্থির করতে পারেননি, চাকুরী ছেড়ে ফিরে আসেন কবিতা ও গানের জগতে।
৪০ বছর সাহিত্য কর্মময় জীবনে এযাবত তিনি একটানা ধ্যান সাধনায় তিনি প্রায় ১০ হাজারের মতো গান লিখেছেন। নিজের লেখা গান, তিনি নিজেই সুর করেন। কবি লিখেছেন বহু কবিতা, নাটক, উপন্যাস, চারণ কবিতা, প্রবন্ধ, ছোটগল্প, ছড়া, গীতি কবিতা ও গীতি নাটক পান্ডুলিপিবদ্ধ করেছেন। গরীব কবি হিসেবে কবির সাহিত্য সম্ভার থেকে প্রকাশিত হয়েছে অনেক গুলো কাব্যগ্রন্থের বই। নব রোশনাই কবিতা, সাহিত্য মন্থন কবিতা, শাশ্বত চাঁদ কবিতা, হাহাকার উপন্যাস, দাহ পেষণ কবিতা, চারণ কবিতা রক্ত মিছিল, আমি বিদ্রোহী কবিতা, বিধুর সমাধি উপন্যাস, খুঁনে ঢাঁকা ইরাক রক্তাক্ত বাগদাদ কবিতা, মহাপ্রান্ত প্রথম খন্ড বিশেষ উল্লেখ যোগ্য।
এছাড়াও প্রকাশিত হয়েছে কবির লেখা গান নিজের সুরে নিজের কন্ঠে গাওয়া ১১ টি গীতি কাহিনীর ক্যাসেট এবং আধুনিক গানের ক্যাসেট প্রকাশিত সিডি ও রয়েছে তার। এছাড়াও কবি সাইদুল ইসলাম এর লেখা বিভিন্ন সাহিত্য ছোট কাগজে ও প্রকাশিত হয়েছে। প্রকাশের তালিকায় রয়েছে গান ও কবিতা উপন্যাসের বই। এ ছাড়া কবি সাইদুল ইসলাম "প্রতিক্ষা" নামক একটি বাংলা সাহিত্য পএিকায় তিনি অত্যান্ত সুদক্ষতার সাথে সম্পাদনা করেছেন। বাংলা সাহিত্যের বিভিন্ন খেত্রে স্বচ্ছন্দ বিচরণ করে যাচ্ছেন তিনি সাহিত্য চর্চা, সাহিত্য সেবা, সাহিত্য রচনা মানেই কবির অপর জীবন। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা।
No comments:
Post a Comment
Thank u very much