Friday, August 13, 2021

মোঃ মাজহারুল আলমের লেখা "শৈশবের স্মৃতি"


  

 শৈশবের স্মৃতি  


মোঃ মাজহারুল আলম


এই তো সেদিন পাখির ডাকে

  ঘুম পালাতো নদীর বাঁকে

  এই সময়ে দোয়ার খুলে

 বেড়িয়ে যেতাম দুলে দুলে।


ক্বোরআন হাতে এই প্রভাতে

   দলবেঁধে সব মক্তবেতে

  দোয়া দুরুদ আরবী পড়া

 ঘুচতো যতো গ্লানি-জরা।


এই তো সেদিন স্কুল পালিয়ে

  দলবেঁধে সব পা-চালিয়ে

  বনের ধারে,নদীর পাড়ে

গাছের শাখা,বাঁশের ঝারে।


পাখির ছানা মেলতো ডানা

  লুকিয়ে সবাই দিতাম হানা

বুলবুলি আর শালিক যতো

 চড়ুই সারস আরো কতো।


এই তো সেদিন বিকেল বেলা

গোল্লাছুট আর বউছি খেলা

 উঠোন ভরা ছেলে-মেয়েরা

মাতিয়ে দিতো নিরব পাড়া।


   বুড়ো দাদু লাঠি দেখিয়ে

বলতো এসে দেই ঝেটিয়ে?

   হঠাৎ গিয়ে লাঠি নিয়ে

বলতো সবাই দাদুর বিয়ে।


এই তো সেদিন বৃষ্টি এলে

মাঠ-ঘাট সব তলিয়ে গেলে

স্কুলে যেতে থাকতো মানা

তাই তো ঘরে দিতাম হানা।


চোর-পুলিশে হারিয়ে যেতাম

হুল্লোড়ে সব বকা খেতাম।

এরপরে সব লুকিয়ে গিয়ে

দিতাম সবাই পুতুল বিয়ে।


এই তো সেদিন,যেদিন গেলো

দাঁড় কাকেরা সময় খেলো

শালিক,সারস,ময়না,টিয়ে

ছাড়লো সবই না জানিয়ে।


দাদুর কবর পুকুর পাঁড়ে

হারিয়ে গেলো সব আঁধারে

সোনার ছিলো সেই স্মৃতি সব

করছি এখন খুব অনুভব।

No comments:

Post a Comment

Thank u very much