আগস্টের রক্তকণা
পাঞ্জাব বিশ্বাস
যারা ইতিহাসকে খুন করতে চেয়েছিল তোমাকে খুন করে,
যাদের হৃদপিণ্ডের নির্মাণ পরজীবী কালো পাথরে,
তারা ভুল করেছিল। ওরা অর্বাচীন কুলাঙ্গার,
দুর্গন্ধময় সত্য পুড়ানো অঙ্গার।
ইতিহাস কখনো খুন হয়না, খুন করা যায়না!
যারা চেষ্টা করে তারাই বেঘোরে মরে!
ইতিহাসের এমনই অদ্ভুত প্রাণ,
যতবার খুনের চেষ্টা হয়েছে ততবারই হয়েছে কালজয়ী উত্থান।
ইতিহাস সত্যাশ্রয়ী সুমহান চিরন্তন,
দেখতেও ঠিক তোমারই মতোন!
তুমি ইতিহাসের সন্তান,
তুমি স্বদেশ স্বাধীনতা এবং সত্যের শেষ ঠিকানা! ওরা জানেনা, তুমি যতবার খুন হবে,
ততবারই পৃথিবীর স্বপ্ন হয়ে উঠে দাঁড়াবে!
ক্ষুধার্ত পৃথিবীর উদ্বেলিত বাহু তোমার দিকে বাড়াবে!
তুমি পরাধীনতায় কালোত্তীর্ণ আলো,
নিকশ কালো রাতের উঠোনে দীপ্ত প্রদীপ জ্বালো!
আগস্টের প্রতিটি রক্তকণা একটি মুজিব হয়!
প্রতিটি রক্তকণার বুক সূর্যের মতো দীপ্তিময়, অকুতোভয়।
স্বাধীনতার সাহসী স্তম্ভ এই আগস্ট মাস!
আর
ইতিহাসের বুকে গন্ধ ছড়াবে পরজীবী লাশ।
No comments:
Post a Comment
Thank u very much