Sunday, August 15, 2021

ইমরান খান রাজের লেখা কবিতা "বঙ্গবন্ধু"

 



বঙ্গবন্ধু 

ইমরান খান রাজ


মুজিব মানে বঙ্গবন্ধু
মহান যুদ্ধের চেতনা,
মুজিব মানে জয়বাংলা
এগিয়ে যাবার প্রেরণা।

মুজিব মানে স্বাধীনতা
আলোকিত বাংলার পথ,
মুজিব মানে বিদ্রোহ সুরে
বাংলা বিজয়ের শপথ।

মুজিব মানে ভরসার বন্ধু
এক বিশ্বনেতার নাম,
মুজিব মানে জাগ্রত বাঙালি
বীর শহীদের রক্তের দাম।

মুজিব মানে বাংলার হাসি
লাল-সবুজের দেশ,
মুজিব মানে চিরচেনা
অপার সম্ভাবনার বাংলাদেশ।


--

 ইমরান খান রাজ

শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।
স্টাফ রিপোর্টার, ডেইলি নয়া আলো ডট কম।
সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা৷

সাতভিটা, নারিশা

No comments:

Post a Comment

Thank u very much