Saturday, August 14, 2021

রিলিজ হলো তাজদীদ শিল্পীগোষ্ঠীর ব্যানারে মাহবুব হাসান এর নতুন সংগীত আমি বড় একা।

 




রিলিজ হলো তাজদীদ শিল্পীগোষ্ঠীর ব্যানারে মাহবুব হাসান এর নতুন সংগীত আমি বড় একা।


সাহিত্য সাংস্কৃতি চর্চায় নতুন নতুন সৃষ্টিতে ষোলকলা পরিপূর্ণতা পেতে ছুঁতে হয়, সাহিত্য সাংস্কৃতি প্রেমীদের হৃদয় এবং সর্বস্তরের পাঠক স্রোতাদের বাধতে হয় মেধা শ্রম ও লিখনির জাদুতে। তবেই গড়ে উঠে একজন কবি সাহিত্যিক গীতিকার মূলধারার লেখক। বর্তমান সময়ে সঙ্গীতাঙ্গণে খুব জনপ্রিয় একটি নাম, গীতিকার মাহবুব হাসান, তার প্রতিটি সংগীতই হয়ে উঠছে জনপ্রিয়। তার কথার মাধুর্যে শব্দচয়নে ইসলামি সংগীতে দিচ্ছে নতুনত্বের স্বাদ। মাহবুব হাসান শুধুই গান লিখেন তা নয়, তিনি একজন মূলধারার লেখক কবি ও কথা সাহিত্যিক,  স্বপ্নডানা পত্রিকার সম্পাদক। শখের বশে সাংবাদিকতাও করেন,এবং একজন সফল সংগঠক ।যাই হোক আজকে আমরা তাকে গীতিকার হিসাবেই উপস্থাপন করবো। ইসলামি সংগীতে  তিনি রেখে যাচ্ছেন তার সৃষ্টির ছাপ। তাজদীদ শিল্পীগোষ্ঠীর ব্যানারে রিলিজ হলো "মাহবুব হাসান" এর কথায় "সাকিব হাসান "এর সুরে এবং কণ্ঠে মরমি সংগীত আমি বড়ো একা'।সংগীত টি পরিচালনা করেছেন তাজদীদ শিল্পীগোষ্ঠীর প্রধান পরিচালক  শরিফুল ইসলাম। 


ইসলামি সংগীত নিয়ে আমরা গীতিকার মাহবুব হাসান এর সাথে বিস্তারিত কথা বলে জেনেছি।কাজের ধারাবাহিকতা বজায় রাখতে বেশ কয়েকটি শিল্পীগোষ্ঠী থেকে আসছে  তার অসাধারণ কিছু সংগীত। 

 তার রিলিজ হওয়া  উল্লেখযোগ্য সংগীতগুলো হলো।মাদিনার পাখি,মাহে রামাদান,মাদিনাওয়ালা,যার ছবিটি আঁকি,প্রভাতফেরীর  গান,স্বপ্নযোগে দিও দেখা,আমি হবো লাশ,হারিয়ে যাবো। সংগীতগুলো রিলিজ হয়েছে কলরব,  সুরকেন্দ্র, ভোকালের মতো জনপ্রিয় ইসলামি চ্যানেলে।

তিনি আরও বলেন আমি ইসলামি সংগীতের জন্য কোন পারিশ্রমিক নেই না, আমার সর্বচ্চ চেষ্টা থাকবে ইসলামি সংগীতাঙ্গণে আমার নিজস্বতার ছাপ রেখে যেতে।

No comments:

Post a Comment

Thank u very much