কবিতা
এক বর্ষার কবিতা
ফারহানা হৃদয়িনী
আকাশে মেঘ জমলে বুকের মধ্যে আনচান
তুমি কিগো বৃষ্টি ভেজা আমার পাখির গান?
অবিরাম বৃষ্টি ঝরছে আজকে সারাদিন
মেঘ বলেছে তোমার কাছে আমার ভীষণ ঋন।
ভালোবাসার অপরাধে তুমি বৃষ্টি বন্দী
শুনছো? এসো করি প্রেম কাব্যের সন্ধি।
আজ তোমাকে মুগ্ধ করতে লিখছি কবিতা
তোমায় দেব আলতো আদর কাঙ্খিত উষ্ণতা।
ঘোর আঁধার, ঘনিয়েছে মেঘ আমার বুকের মাঝারে,
তোমায় ছেড়ে দূরে থাকা, সে যে বেজায় সাজারে।
তোমায় আজ ভিজিয়ে দেব কদম জানে সে কথা,
কাদা, মাটি, জল সব মিলে হবে এক বর্ষার কবিতা।
আজ ছলছলিয়ে বর্ষা নামুক গভীর প্রেমে,
কিছুটা জল জমুক না হয় ভালোবাসার ফ্রেমে।
এই পৃথিবীর সব কোলাহল আজ যাকনা থেমে,
দুটি মনের অনন্তপ্রেম সরোবরে থাকুক জমে।
সকল পাঠককে জানাই অগ্রীম ধন্যবাদ
ReplyDeleteঅনেক সুন্দর কবিতা।
ReplyDeleteVery nice
ReplyDelete