Thursday, December 14, 2023

জানি আর ফিরবে না / ফারহানা হৃদয়িনী

 



★★জানি আর ফিরবে না★★

        ফারহানা হৃদয়িনী


এই বাংলার মাটিতে, একদিন এসেছিল,

মুক্তিকামী মানুষের সংঘর্ষের দিন,

বাংলার রাজপথ, মাঠ,ঘাট,বিল,

হয়েছিল বাঙালীর রক্তে রঙীন।

জানি আর ফিরবেনা তারা,

সোনারোদ ঝরা বাংলার নদী তীরে।

স্বাধীনতার বীজ বুনেছিল যারা,

বন্দীনি বাংলার কোমল বুকের পরে।

মুখে বিজয়ের গান, প্রাণে আহ্বান,

দেশকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।

এই বাংলার নদী-নালা, খাল -বিল,

প্রশান্তিতে উড়িছে দেখ কত গাঙচিল,

এতো মুক্তিকামী মানুষের বলীদান।

আমরা বাঙালী আমরা ভুলবো না,

কখনো তোমাদের রক্তের ঋন।

লাখো শহীদের প্রাণের বিনিময়ে,

পেয়েছি আজ আমরা বিজয়ের দিন।



No comments:

Post a Comment

Thank u very much