শুভ্রা নিলাঞ্জনা
কখনো কি মনে হয়
এই আমায় ছেড়ে
দূরে যাবে চলে ?
খুব সহজেই অন্য
অনেক কিছুর মত করেই
আমায় যাবে ভুলে ?
তোমার সাজানো সংসার,
হেঙ্গারে ঝুলে যাওয়া সার্ট ,
এশট্রে তে পুড়ে যাওয়া সিগারে্ট,
ফ্রেমে বন্দি যুগল স্মৃতি,
পুরানো রাস্তা,বেড়ে উঠা শহর,
মুঠোফোনে পুনরায় আবেগের
দর কষাকষি, খুচরো কিছু
মিথ্যে কথন ,মান অভিমানের
দেয়ালে জুড়ে ক্ষণ স্থায়ী
জলরঙয়ের অস্পষ্ট আঁচর।
সবই থাকবে ঠিকঠাক
একদম আগের মতন ।।
শুধু আমায় পড়বে না মনে
এখনের মত করে
যখন তখন।।
No comments:
Post a Comment
Thank u very much