Sunday, July 4, 2021

এম ডি মনিরের লেখা কবিতা "ভূতুড়ে মহাসড়ক"


ভূতুড়ে মহাসড়ক

এম ডি মনির


থেমে যাক এ মন খারাপের দিন 
নেমে যাক আটকানো ব্যাথার দলা 
এভাবে আর কতদিন হাসি খুশি বিহীন 
স্বাভাবিক হোক আবার জীবনের পথ চলা। 
এমন পৃথিবী চেয়েছিল কি কেউ 
চারিদিকে শুধু আর্তনাদ 
এমন কেন কান্নার ঢেউ 
ভেংগে যাচ্ছে ধৈর্যের বাঁধ।

জনজীবন আজ  ভয়ার্ত চোখে 
ফ্যালফ্যাল করে তাকিয়ে রয় 
করোনা নামক অদৃশ্য জোঁকে 
সাবাড় করছে জগৎময়।
 
শুনশান নীরবতা 
কোথাও বুঝি কেউ নেই
ঘরবন্দী মানবতা 
হাহাকার সবখানেই।

এম্বুল্যান্সের হুইসেল শুনি 
ভূতুড়ে মহাসড়ক 
উঁকি মেরে মেরে লাশ গুনি 
লেগেছে মানুষের মড়ক!

No comments:

Post a Comment

Thank u very much