কবিতা
তোমার জন্যে.......
রোখসানা ইয়াসমিন মনি
তোমার জন্যে কত কথা লিখছি বসে দেখো,
তাইতো তোমার সকল কাব্যে পঙক্তিগুলো রেখো;
প্রিয় হয়ে তুমি আমার শিরোনামেই আছো,
যেমন তুমি লোহিত হয়ে রক্তকণায় বাঁচো।
তোমার জন্য দুয়ের ঠোঁটে চুমুর ঝুন ঝুনি,
প্রিয় বলো,ভালোবাসি,চুমোয় চুমোয় শুনি।
তোমায় পেলে সত্যি হবো গন্তব্যহীন
জীবন হবে আড়ালের এক সূক্ষ্ম দূরবীন।
শোনো প্রিয় সহজ কথায় একটি কথা বলি
ভালোবাসি সত্য ছাড়া জানেনা মন বোল-ই।
তোমার জন্যে এক নিমিষেই সাবলীল এই প্রেম,
তোমার জন্যে অন্তরজুড়ে সাত স্বর্গেরই হেম।
তোমার জন্যে সবই আমার যেমন বাঁচা মরা!
তোমার জন্য অকারণেই কথা তৈরি করা।
তোমার জন্যে এই পৃথিবীর উত্তাপ নিই যে বুকে,
তোমার জন্যই খাঁ-খাঁ মাঠে মরি আবার ধুঁকে।
তোমার জন্যেই বাড়ছে গরম জ্যেষ্ঠে পুড়ছে মাঠ,
তোমার জন্যে খাঁ-খাঁ করছে এই হৃদয়ের বাট।
No comments:
Post a Comment
Thank u very much