শুণ্যতা
(গীতিকবিতা)
ফারহানা হৃদয়িনী
শিখলিনারে তুই শিখলিনা
কি করে কাদাবি সখী
কি করে হাসাবি সখী
শিখলিনারে তুই শিখলিনা।।
জীবনেরই শূণ্য ঘরে,
কি দিয়ে যে পূণ্য ভরে
বুঝবিনারে তুই, সখী বুঝবিনারে তুই।।
জানলিনারে তুই জানলিনা
কি করে হারাবি সখী
কি করে জিতাবী সখী
জানলিনারে তুই জানলীনা।
জীবনেরই শূণ্য ঘরে,
কি দিয়ে যে পূণ্য ভরে
বুঝবিনারে তুই, সখী বুঝবিনারে তুই।।
চিনলিনারে তুই চিনলিনা
কেবা আপন ছিলো সখী
কেবা দূরের ছিলো সখী
চিনলিনারে তুই চিনলিনা।
জীবনেরই শূণ্য ঘরে,
কি দিয়ে যে পূণ্য ভরে
বুঝবিনারে তুই, সখী বুঝবিনারে তুই।।
No comments:
Post a Comment
Thank u very much