কবিতা
আকাশের দোলনা
সৈয়দ রনো
মেঘের নীল শাড়িতে স্বপ্ন রেখেছি জমা
লাবণ্যের মসৃণতায় সুনিপুণ কারুকাজ
সুখময় হৃদয়ের সবুজ খামে ভরে পাঠিয়েছি
অব্যক্ত বেদনার স্মৃতিকথা
নদীর গ্রীবায় রেখেছি জীবনের গচ্ছিত সুখ আর
প্রেমের পদাবলী
নির্ঘুম চোখে প্রস্ফুটিত ভোর দেখি
দেখি শিশিরের সূর্যলাপ
শুধু দেখো না তুমি
দেখো না বুনো হাঁসের কষ্ট জ্বালা
তাই তো অথৈ জলে ভেসে চলে ক্লান্ত বিকেল
স্বপ্নের শব্দাবলীর জোতসই বুনটে
লিখে রাখি তোমার নাম
মেঘের নীল পাড় শাড়ির আঁচলে
ঘর গেরস্থালির ফাঁকে
যে আঁচল জড়িয়েছিলে বুকে
তুলে রেখেছি স্মৃতি কথার খোলা আলমারিতে
নিরব প্রহরে এখনো শুঁকি
সে আঁচলের সুমিষ্ট ঘ্রাণ
মাখি হৃদয়ের তন্ত্রীতে
ভীষণ জানতে ইচ্ছে করে
আর কতো কষ্ট দিতে জানো তুমি
আর কতো অতলান্ত ছুঁতে জানো
আর কত নিখাাঁদ গভীরে তোমার বসবাস
আমিও পূর্ণিমার এক মুঠো আলো হাতে নিয়েছি
নিয়েছি পাতাল কন্যার স্নিগ্ধতা
আলোর ঝলকে লাবণ্যময় তোমার সুমিষ্ট হাসি
মেঘের নীল পাড় শাড়ির আঁচলে
এখনো শুঁকি তোমার শরীরের ঘ্রাণ
এখনো তোমায় খুঁজি আকাশের দোলনায়।
No comments:
Post a Comment
Thank u very much