Tuesday, June 29, 2021

ফজলুর রহমানের লেখা কবিতা "ধান তাবিজের বৃষ্টি"

 

কবিতা

ধান তাবিজের বৃষ্টি

ফ জ লু র  র হ মা ন

তুমি বলেছিলে বুকের ভেতর বৃষ্টি বুনতে,

আমি আকাশটাকেই নামিয়ে এনেছি বুকে।

এখন বুকের ভেতর কুয়াশা নামে,

বিস্যুদবারে মিথিকান্দা স্টেশনে শেষ ট্রেন ছেড়ে যাবার পর; 

পুবের মেঘ ডাহুকের ডানার মতো কালো হলো তা তুমি দেখো নাই।

হুইশেল শুনছিলাম আমি,

চুড়ির শব্দের মতো বৃষ্টি নেমেছিল, 

ভিজিয়েছিল তোমার নকশিকাঁথার মতো গতর।

পুষ্করিণীর স্যাঁতসেঁতে ভেজা ঘাট,

শ্যাওলা ডুবানো জলের ওপর তোমার ধান তাবিজের মতো বৃষ্টি পড়ে অনর্গল। 

কদমের সুবাস ছড়াইয়া যায় তোমার ঠোঁটে,

কোমরে জলের ঘূর্ণি ওঠে। 

মাটির হাড়িতে রাখা গোখরোর মতো জিদ তোমার শাওনের জলে ময়রার বাড়ির চিনির সরুয়া হয়ে যায়।

হেরিকেনের তেল ফুরায়, আলো কমে;

তবুও সারাবেলা ঝমঝমিয়ে নামা বৃষ্টির বোল থামে না।

আমি আসমানকে বাড়ির ছাদ করেছি,

তুমি সময় করে বৃষ্টি ঝরিও।


০৬/০৬/২০২১

No comments:

Post a Comment

Thank u very much