★হৃদয়ে বঙ্গবন্ধু★
ফারহানা হৃদয়িনী
হৃদয়ে লিখেছি আমরা একটি নাম,
বিশ্বের বাতাসে ছড়ানো যার সুনাম
সেতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাঙ্গালীর প্রাণে বাজে তারই জয়গান।।
বিশ্বের দরবারে বাঙালী পেয়েছে মান,
স্বাধীন বাংলায় শিশুর সুখের কলতান,
কৃষকের মুখে এনেছে শেকল ছেড়ার গান,
বাংলার ইতিহাসে সে নেতা মহীয়ান।।
আমাদের স্বাধীনতার প্রতিটি নিঃশ্বাস,
হৃদয়ে যত দেশপ্রেম আর শত বিশ্বাস,
বঙ্গপিতা সে তো শুধু তোমারই দান,
তোমার বাণীতে উজ্জিবীত প্রতিটি প্রাণ।।
রক্তখেকো হায়েনার দল নিলো তার জান,
আজো ব্যাথার নিনাদে হৃদয় শ্মশান।
দেশের জন্য অগ্নিশপথে করে রক্তস্নান,
স্বাধীনতার মন্ত্রে বাঙালী হও তব আগুয়ান।।
No comments:
Post a Comment
Thank u very much