Wednesday, July 14, 2021

কামরান চৌধুরী'র লেখা কবিতা ”কাজল আঁখি”


     

কাজল আঁখি        

কামরান চৌধুরী

      

কবি, কাব্য কতক্ষণে শেষ হবে, রেখে দাও কাগজ কলম
কচিকচি ঘাস ডাকে, চলো হাঁটি কিছুটা সময়, কচ্ছপ গতিতে।
কণ্ঠে আকুলতা শুনে কবি পাশ ফিরে দেখে  
কালোকেশে কবরী বন্ধনে কাজল চোখে কুঞ্জলের মতো চেয়ে
কাছে পাবার কাঙ্খা, কত কথা জমে আছে কনকলতার বুকে।

কপোত-কপোতী কার্ণিশে মিলন আকাঙ্খায় কাছাকাছি,
কালক্ষয় করো নাতো, কাছে এসো কবি।
কৃষ্ণপক্ষ রাতে কোলে শুয়ে শুয়ে কামনা ছড়ায় 
কানে কানে কথা বলে, কামিনী সুগন্ধ ছড়ায়। 
কটিদেশে কারুকার্যময় বন্ধনী, কপালে কমনীয় বাসনা;
কম্পিত কণ্ঠে কলধ্বনি, কল্পিত মধুর সে প্রেম কাহিনি। 

কালক্ষয় করো না কবি, কাজ রেখে কাঁকন পরা হাত ধরো। 
কালান্তর কালবৈশাখী আসছে ধেয়ে, কালোমেঘে ঢেকে কিংবদন্তি হতে
কিঞ্চিৎ সময় ধার দাও কিশলয় দেখার, বুকের উষ্ণতা নেবার।
কৃষাণ-কৃষাণির কুটির মাঝে দিনময় কতকত কাজ
কৌতুহলে দেখি, কষ্টেকষ্টে কাটা কতো সুখ-কান্না,
কৎবেল গাছে কুটুমপাখি ডাকে। 
কুহক কুহেলি সরে যায়, কূজন বাড়ে, 
কৃপাদৃষ্টি দাও না কবি, কৃতার্থ কর মন, কুসুমাঞ্জলি নাও।

কেউ না জানুক, আমিই জানি, বুকের কোণে কার প্রতিকৃতি আঁকো 
কবিতা গানে সখা আজো, আমার কোমল পরশ মাখো।।

২০.০৭.২০১৭ ।। শ্যামলী, ঢাকা।

No comments:

Post a Comment

Thank u very much