কে বলেরে মুজিব নাই ?
মুজিব...
তুমি আছো নদী মাতৃক দেশে
প্রতিটি পাল তোলা নৌকায়,
তুমি আছো বাংলার কৃষকের লাঙ্গল-কাস্তে
আর প্রতিটি ফসলের ডগায়।
তুমি আছো প্রতিটি মুক্তিযোদ্ধাদের নিঃস্বাসে
তুমি আছো শহীদের রক্তে
তুমি আছো বিরঙ্গনা নারীর ইজ্জতে।
তুমি আছো কোটি মানুষের বিশ্বাসে,
বাংলার প্রতিটি নগর- বন্দরে।
কে বলেরে মুজিব নাই ?
মুজিব...
তুমি আছো শ্রমিকের শ্রমে
তুমি আছো বণিকের শিল্পে
তুমি আছো রাখাল ছেলের গল্পে
তুমি আছো বিপ্লবি জনতার শাণিত কন্ঠে
তুমি আছো নিপিড়িত শোষিত মানুষের অন্তরে
তুমি আছো প্রতিটি নিষ্পাপ শিশুর ধ্বনিতে।
কে বলেরে মুজিব নাই ?
মুজিব...
তুমি আছো দেশ জুড়ে দিগন্তে
ঢেউ খেলানো ফসল আর বাংলার বিলে,
তুমি আছো এ দেশের কৃষকের মুখের হাসিতে
কোটি কোটি বাঙ্গালির হৃদয় স্পন্দে
কে বলেরে মুজিব নাই
মুজিব সারা বাংলায়।
No comments:
Post a Comment
Thank u very much