বঙ্গবন্ধু
কাজী শেলী
কথায় গানে বঙ্গবন্ধু
সুরে তালে ছন্দে
সাত-ই মার্চের সেই ভাষণে
উদ্দিপনা রন্ধ্রে।
নারী-পুরুষ নাই ভেদাভেদ
মহা মিলন মেলা
রেসকোর্সের ঐ মাঠে সেদিন
কাটছে সারাবেলা।
সেই ভাষণে গর্জে উঠলো
কাঁপলো বাংলার মাটি
কামান-বন্ধুক ছিল না হায়
ছিলো বাশেঁর লাঠি।
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান
সবাই এক ছিলো
সাত-ই মার্চের ভাষণ শুনে
দৃঢ় শপথ নিলো।
মুজিব বর্ষে আবার সবাই
জেগে উঠি আরো
পরাজিত শক্তিরা সব
জলদি বাংলা ছাড়ো।
No comments:
Post a Comment
Thank u very much