স্বাধীন দেশে
জান্নাতুল ফেরদৌস জ্যোতি
দেশের জন্য যুদ্ধ করে
দিয়েছি মোদের প্রাণ।
সোনার দেশে দাড়িয়ে তাই আজ
গাইছি স্বাধীনতার গান।
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
মোদের নেইকো ভয়।
জীবন দিয়ে বাংলাকে মোরা
করেছি যে জয়।
বঙ্গবন্ধুর মহান ত্যাগে
পেলাম স্বাধীনতা।
বঙ্গবন্ধু শব্দটি চিরদিন রবে
বাঙ্গালীর হৃদয়ে গাঁথা।
অজস্র বীর গিয়েছিলো সেদিন
স্বাধীন করতে দেশ,
মায়ের বুকে আজও ফেরেনি,
যাদের শ্রেষ্ঠত্বে স্বাধীন দেশ।
No comments:
Post a Comment
Thank u very much