মানুষ কি বাঁধা যায় প্রেমে?
-সোহেল বিশ্বাস
মানুষ কি বাঁধা যায় প্রেমে?
অর্থের অভিলাসে যদি যায়
ভালোবাসা থেমে!
যদি থেমে যায় হুড তোলা রিক্সাটা
ঝুমঝুম বৃষ্টির নাচনে।
যদি থেমে যায় নরোম যুগল হাত
উদোম বাতাসী মন্থনে।
মানুষ কি বাঁধা যায় প্রেমে?
মানুষের এক জোড়া নিলাজ চোখ,
চোখের ছিঁড়ে যাওয়া পর্দায় উকি দেয়
উদ্ধত বেহায়া বোধ।
মানুষের বেহায়া চঞ্চু ভ্রমণ করে
সহস্র চঞ্চুর বিবস্র শহর।
মানুষেরেই ভালোবাসি, মানুষেই ক্রোধ।
No comments:
Post a Comment
Thank u very much