Wednesday, August 4, 2021

রহীম শাহের লেখা কবিতা "বীর পুরুষ"




বীরপুরুষ 

রহীম শাহ

মা বলেছেন, খোকন তুমি ঘরের কোণে থাকবে না 

জগৎটাকে দেখবে যদি মনকে বেঁধে রাখবে না। 


পাহাড় সাগর বন পেরিয়ে 

সকল বাধা যাও এড়িয়ে,

ছুটবে তুমি ছুটবে কেবল পেছন দিকে ফিরবে না। 


পড় যদি সাগর-মাঝে

থাকবে যে মীনরাজের সাজে,

যতই পড় ঝড়ের মুখে তীরে কভু ভিড়বে না। 


হাজার পাহাড় ঠেলে ঠেলে 

ছুটবে তুমি হেসে-খেলে, 

মনে মনেও বলবে না যে ছুটতে তুমি পারবে না। 


সামনে আবার দত্যি এসে 

ভয় দেখাতে এলে শেষে

হাতের মুঠোয় ভরবে তাকে ছল করলেও ছাড়বে না। 


এই পৃথিবী দেখার শেষে 

যেতে পার তারার দেশে, 

উঠবে যখন ওপর দিকে নিচের দিকে নামবে না।


ভয় দেখাতে বারেবারে 

সূর্য আগুন ঢালতে পারে,

ছুটবে তুমি ছুটবে কেবল ঘামবে তবে থামবে না। 


গ্রহে গ্রহে ঘুরে ঘুরে

হাজার তাজার মুঠোয় পুরে--

নেবে যখন, তোমার পাশে ঠিকই ছুটে আসবে মা;


উজল আলোয় চোখটা রেখে 

চমকাবে এক দৃশ্য দেখে, 

বিশ্বটাকে জয় করা এই বীরকে দেখে হাসবে মা।



No comments:

Post a Comment

Thank u very much