Thursday, August 5, 2021

মো. রেজাউল করিম এর লেখা কবিতা " মহাকবির মহাকাব্য"


 

মহাকবির মহাকাব্য

মো. রেজাউল করিম


কবি তুমি আসবে 
কানে কানে বলে গেলেন সে-কথা
শহীদ সালাম, জব্বার, রফিক, আসাদ
আরও অনেকে দল বেঁধে কিংবা একাকী;
বললেন তাঁরা, যাও যাও-
তুমি না কবিতা শুনতে চাও।

কবি তুমি আসবে বলে
পাজামার ওপরে হাওয়াই শার্ট চাপিয়ে
গেলাম শুনতে তোমার কবিতা
পথে দেখা হাজারো জনতা-
দলে দলে মানুষ ছোটে কেন, কোন্ টানে
কবিতার আসর রেসকোর্স ময়দানে?

কবি তুমি আসবে বলে
তোমার স্বকণ্ঠে কবিতা শুনব বলে
উদ্বেগ-উৎকণ্ঠা লাখো মানুষের হৃদয়ে
কিন্তু কোথায় তোমার কবিতার খাতা?
কোথায় তোমার ভুবন ভোলানো হাসি
কবিতা শোনাও কবি, তোমায় বড্ডো ভালোবাসি।

কবি তুমি আসবে বলে
সেদিন গর্জে উঠলো লাখো কণ্ঠ
চাই চাই 
তোমার কণ্ঠে কবিতা শুনিবার চাই
কবিতার কথা বলো, আর দেরি কেন কবি
 তোমার কবিতা যে হৃদয়ের প্রতিচ্ছবি।

কবি তুমি আসবে বলে
সবিতা আর আমি লাখো মানুষের ভিড়ে 
রেসকোর্স ময়দানে
আকুল আকাঙ্ক্ষা আর উদ্বেলিত হৃদয়ে দাঁড়িয়ে
আমার, আমাদের, কোটি হৃদয়ের কবিতা শুনব বলে
কবিতা পড়লে তুমি বজ্রকণ্ঠে, কখনও চোখের জলে।

কবি তুমি আসবে বলে
উদ্বেলিত মহাজনতা শ্লোগানে মুখর
কবিতা শোনে মহাবিদ্রোহের স্পর্ধা নিয়ে
কিন্তু একি কবিতা? এতো এক নিপীড়িত জাতির কাব্যগাথা
আকাশে-বাতাসে ধ্বনিত হলো
আর নয় প্রতিবাদ, অস্ত্র ধর-লড়াই কর।

বলো বলো- 
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম।

1 comment:

Thank u very much