"বঙ্গবন্ধু "
হাসিনা রহমান
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী তুমি মুজিবুর রহমান, কে বলে তুমি নেই? তোমার কীর্তি বাঙালীর হৃদয়ে চির অম্লান। তুমি বঙ্গবন্ধু, জাতির পিতা, জাতির সূর্য সন্তান, যতদিন রবে চন্দ্র -সূর্য, পৃথিবী তোমার জ্যোতি হবে না ক্ষীণ। তোমার কণ্ঠের বজ্র নিনাদ আহ্বানে, অকুতোভয় বাঙালী, আবাল,বৃদ্ধ, বণিতা ঝাঁপিয়ে পড়ে দেশ শত্রুমুক্ত করে।আত্মমর্যাদার প্রশ্নে তুমি ছিলে আপোষহীন নেতা, পরাধীনতার শৃঙ্খল ভেঙে জাতিকে দিয়েছ লাল সবুজের পতাকা। আজও কানে বাজে তোমার উদাত্ত আহ্বান, "এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।"বিনম্র শ্রদ্ধায় তোমারে জানাই হাজার সালাম। কিছু বিপদগামী স্বার্থান্বেষীর বুলেট কেড়েছে তোমার প্রাণ, বাংলার মানুষ, মাটিও জলে, আকাশ বাতাসে মিশে আছে তোমার নাম।আজ সজন নয়নে, ব্যথিত চিত্তে তোমারে করি স্মরণ, তুমি জাগ্রত, অমর নেতা শেখ মুজিবুর রহমান।
"বঙ্গবন্ধু "
হাসিনা রহমান
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী তুমি মুজিবুর রহমান,
কে বলে তুমি নেই? তোমার কীর্তি বাঙালীর হৃদয়ে চির অম্লান।
তুমি বঙ্গবন্ধু, জাতির পিতা, জাতির সূর্য সন্তান,
যতদিন রবে চন্দ্র -সূর্য, পৃথিবী তোমার জ্যোতি হবে না ক্ষীণ।
তোমার কণ্ঠের বজ্র নিনাদ আহ্বানে,
অকুতোভয় বাঙালী, আবাল,বৃদ্ধ, বণিতা ঝাঁপিয়ে পড়ে দেশ শত্রুমুক্ত করে।
আত্মমর্যাদার প্রশ্নে তুমি ছিলে আপোষহীন নেতা,
পরাধীনতার শৃঙ্খল ভেঙে জাতিকে দিয়েছ লাল সবুজের পতাকা।
আজও কানে বাজে তোমার উদাত্ত আহ্বান,
"এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।"
বিনম্র শ্রদ্ধায় তোমারে জানাই হাজার সালাম।
কিছু বিপদগামী স্বার্থান্বেষীর বুলেট কেড়েছে তোমার প্রাণ,
বাংলার মানুষ, মাটিও জলে, আকাশ বাতাসে মিশে আছে তোমার নাম।
আজ সজন নয়নে, ব্যথিত চিত্তে তোমারে করি স্মরণ,
তুমি জাগ্রত, অমর নেতা শেখ মুজিবুর রহমান।
No comments:
Post a Comment
Thank u very much