বিশ্ববন্ধু
সৈয়দ আছলাম হোসেন
বাঙ্গালীরা সবাই যাকে
বঙ্গবন্ধু ডাকে,
স্রদ্ধা ভরে স্মরন করি
তার বাবা মা কে।
বা;লা মায়ের আচল খানি
সোনার চেয়ে খাটি,
স্বাধীনতার বীজ ফুটিল
টুঙ্গিপাড়ার মাটি।
যেই মাটিতে জন্ম নিলেন
শেখ মুজিবুর রহমান,
বিশ্ববাসীর সোনার খাতায়
থাকবে লেখা বহমান।
উনিশ শত বিশ সালে
সতের মার্চে,
নবীনরা সব জানতে পারে
ইতিহাস সার্চে।
সাত মার্চ ভাষন দিলেন
রেসকোর্স ময়দানে,
পশ্চিমারা পালিয়ে গিয়ে
বাধ্য হল জয় দানে।
দেশের সকল আম জনতা
যুদ্ধে গেল ঝাপিয়ে,
রক্ত দিল জীবন দিল
মাতৃভুমি কাপিয়ে।
স্বপ্ন ছিল স্বাধীনতার
সাহস ছিল মনে,
দেশের তরে শহীদ হলেন
মানুষ প্রতিক্ষণে।
ছোটো বড় নাই ভেদাভেদ
অস্ত্র নিল হাতে,
পশ্চিমারা দেশ ছাড়াতে
চেষ্টা দিনে রাতে।
মুজিব ছিলেন মহান নেতা
বা;লা মায়ের ছেলে,
মরনেরই ঝুকি নিয়ে
জীবন কাটে জেলে।
বারে বারে গেলেন জেলে
নেইতো মনে ভয়,
অবশেষে বাঙ্গালীরা
ছিনিয়ে নিল জয়।
পচাত্তরের আগষ্ট মাসের
পনের তারিখ ঢুকে,
কুচক্রিরা চালায় গুলি
জাতির পিতার বুকে।
মহান নেতা খুন করিল
নিমকহারাম দল,
সারা দেশে শোকের ছায়া
সবার চোখে জল।
শেখ হাসিনা শেখ রেহেনার
দু:খের সীমা নাই রে,
ভাগ্যজুরে বেচে গেলেন
ছিলেন দেশের বাইরে।
খুনিরা সব খুনের নেশায়
রক্ত মেশায় জলে,
দেশের মানুষ প্রানের ভয়ে
সবাই নিরব দলে।
অনেক বছর পেরিয়ে গেল
খুনিদের দখলে,
দোষ চাপাতে ব্যস্থ হলেন
ইতিহাস নকলে।
সত্য নামের বীজটা ফুটে
সূর্যদ্বয়ের সাথে,
স্বাধীন দেশের দায়িত্ব এল
শেখ হাসিনার হাতে।
পালিয়ে গেল সব খুনিরা
কেউবা গেছে কবরে,
দেশের মানুষ সবাই জানে
মেওয়া ফলে সবরে।
সব খুনীদের বিচার হল
শেখ হাসিনার হাতে,
কারো বিচার দিন দুপুরে
কারো বিচার রাতে।
দেশের মানুষ সবাই খুশি
ইতিহাসটা জেনে,
নইলে দেশে মিথ্যা বানী
সবাই নিত মেনে।
দেশের টাকা লোটে কেহ
বিদেশ কিনে বাড়ি,
গরিব দু:খির টাকায় কিনেন
কোটি টাকার গাড়ি।
দেশের তরে দিলেন যারা
হাসি মুখে প্রান,
বিজয় নিশান অমর রাখে
লাল সবুজের ঘ্রাণ।
যাদের ছেলে জাতির পিতা
ধন্য তারা ধন্য,
হাজার সালাম এমন ছেলে
জন্ম দেয়ার জন্য।
দেশের তরে সারা জীবন
ভোগেন যিনি সাজা রে,
এমন নেতা ঘুমিয়ে আছেন
টুঙ্গিপাড়ার মাজারে।
বিশ্ববাসী সবাই ভাবে
শেখ মুজিব নিয়ে,
তাহার তরে দোয়া জানাই
টুঙ্গিপাড়ায় গিয়ে।
জাতিসংঘ তুমায় দিল
বিশ্ববন্ধু নাম,
শত বছর পরে আজ ও
বাড়ছে তুমার দাম।
No comments:
Post a Comment
Thank u very much