জসীম উদ্দীন মুহম্মদ
-
জন্মেই স্বাধীনতার মুখ দেখেছিলাম
দেখেছিলাম শিশুর মতোন কোমল মুখের মায়া,
বাংলার তাবত আকাশ জুড়ে বৈভবী ঢেউ
আজ তবে কি হয়েছে তোমাদের
মাথার উপর চিল-শকুনের মতো কেউ!
এখনও কিছু টিকটিকি-চামচিকা জাবর কাটে
পাহাড় খুঁচিয়ে খুঁচিয়ে কাটে পাথর
সুগন্ধির নামে বিক্রি করতে চায় নকল আতর!
মালিকানাহীন পড়ে থাকে
হাজার কোটি টাকা
মুখেই কেবল দেশপ্রেমের বুলি ওড়ে
বাইরে অন্তঃসত্ত্বা... ভেতরে সবকিছু ফাঁকা!!
------------------------------
পরিচিতিঃ সহযোগী অধ্যাপক, আনন্দ মোহন সরকারী কলেজ, ময়মনসিংহ।
NICE
ReplyDelete