পিতাহীন ভূখণ্ড শ্মশান খন্ড
নাঈম আহমদ
পিতা !
তোমার রক্তের প্রতিশোধ হয়নি শোধ
কিছু দুর্নীতিবাজ মানুষের প্রতিরোধ ।
ব্যর্থ আমরা তোমার বাংলায়
বুভুক্ষ গৃহহীন এখনো অসংখ্য
করুনা প্রাপ্তির জন্য হাত বাড়ায়
ট্রাফিকপোস্ট মসজিদ সম্মুখ
গ্রাম গঞ্জে হাটে ঘাটে রাস্তায়।
অথচ !
রাজনীতির প্রভাবে টি আর,কাবিখা
দুস্থমাতা-বয়ষ্ক ভাতার টাকা
যায় নেতাদের পকেট।
বিচার বিহীন কাঁদে বিচারের বাণী।
এখনো তোমার শোকে
শোকযাত্রী ত্রস্ত বোমাতংকে
রাস্তা অবরোধ জঙ্গির ভয়ে ।
এখনো বাংলার আকাশে-বাতাসে
তোমার আকুতি কেঁদে মরে।
তুমি বলেছিলে,
"তোমার কৃষক তোমার শ্রমিক তোমার মজুর দুর্নীতি করে না"
সত্যি তাই।
তোমার বাংলায় কিছু নেতা-কর্মী
ডাক্তার শিক্ষক রক্ষকেরা ভক্ষক।
নেই প্রতিবাদ
আমাদের অস্থিমজ্জা নিয়েছে সয়ে।
পিতা!
তোমার রক্তের প্রতিশোধ হবে তখন
তোমার রক্তেস্নাত সোনার বাংলা
দুর্নীতি-ভিক্ষুক-জঙ্গি মুক্ত হবে যখন ।
No comments:
Post a Comment
Thank u very much