পৃথিবী এক হাসপাতাল
--------------✒️📝দালান জাহান
শ্মশানঘাট পেরিয়ে নদীর ঘাটে যাই
নদীতে ভাসে মানুষ পোড়া ছাই।
অতীতে বা ভবিষ্যতে
কখনও এক পয়সার শত্রু কিনিনি
তবুও প্রতিরাতে শুনি রোদনধ্বনি-রক্তধ্বনি।
উন্মাদ ঘোড়ার শব্দে খোলে যায় কসমিক দুয়ার
হৃদপিণ্ডে ঝড় তোলে টর্নেডো-হ্যারিকেন
গাঙের বাতাস ধরে আসে খবরের ট্রেন
দীর্ঘশ্বাসে খোদাইকৃত শত বছরের শিল্পকর্ম
চিত্রের চোখে ফুটে যে গণিতের ফুল
শিম্পাঞ্জি হাসতে-হাসতে কয় তা বানরের বাল
আজও পাথর ভাঙা মাছেরা দেয় বাঁচার সাঁতার
অরণ্যের শেষ বিবৃতি পৃথিবী এক হাসপাতাল।
দালান জাহান
০১.০৮.২১
excellent
ReplyDelete