Friday, August 6, 2021

মোঃ রেজাউল হোসেনের লেখা কবিতা "বঙ্গবন্ধু"

 


কবিতাঃ বঙ্গবন্ধু

📝মোহাঃ রেজাউল হোসেন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান,
পরাধীনতার সেই তিমির রাত্রের করেছিলে অবসান।

আছো তুমি বাঙালির মনের গহীনে নিশ্বাসে-বিশ্বাসে,
আছো তুমি মোদের আনন্দ-বেদনা,সৌরবে গৌরবে।

তুমি বাঙালির ইতিহাস বিনির্মাণে স্বপ্নদ্রোষ্টা কারিগর,
তুমি মা রূপ দেশকে ভালবাসার জাজ্বল্যমান আঁধার।

বাঙালির বুকে দিলে স্বাধীনতার বীজ সঞ্জীবনী প্রাণ,
বাঙালির ঘুম ভাঙাতে গাইলে স্বাধীনতার অমর গান।

তোমাতে দেখি সততা,ত্যাগ তিতিক্ষার অমোঘ শক্তি,
বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভেঙে দিয়েছিলে মুক্তি।

তোমা মুখে বাঙালি শুনেছে স্বাধীনতার বজ্র কণ্ঠ বাণী,
"এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম" অমর মন্ত্র খানি।

রবে লাল সবুজের পতাকায়,সকালের সোনালী রোদে,
আছো স্বাধীনতার পূর্ণতার তরে জেগে দেখা সুখ স্বপ্নে।

নিজ কীর্তির মাঝে রইবে যুগে-যুগে,কালে-কালে অমর,
তুমি বাঙালির হ্নদয়ে আছো স্মরণীয় বরণীয় অবিনশ্বর।


No comments:

Post a Comment

Thank u very much