Friday, August 6, 2021

কুষ্টিয়া ♦ যাঁদের হাত ধরে আলো আসবেই ((পর্ব-১))



কুষ্টিয়া ♦ যাঁদের হাত ধরে আলো আসবেই ((পর্ব-১))

--------✒️📝ড. মোঃ নবীনূর রহমান খান

***  তিনি মেহেদী হাসানুল হক। চলার পথে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা বিষয়গুলোকে নিয়ে অনায়াসেই লিখে ফেলেন রুচিশীল - বাস্তববোধসম্পন্ন কবিতা। ভাবুক হৃদয়ে কবিতার জন্য উপযোগী ছবি তুলে ফেসবুকে দেন নিয়মিত;সাথে মননশীল কবিতাও। কুষ্টিয়ার তরুণ কবিদের মধ্যে তিনি সৃষ্টিময়তার অনন্য উদাহরণ।  সমাজ সচেতন ব্যক্তিত্ব। লেখার মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলোকে তুলে ধরেন একান্ত বাস্তবতায়। দেশে বিদ্যমান অসামঞ্জস্যগুলো তাঁর হৃদয়কে করে ক্ষত-বিক্ষত। এ পরিবেশে হৃদয় থেকে উৎসারিত হয় ছোট-ছোট কথামালা -যা কবিতা হয়ে কথা বলে। তাঁর মনের জানালায় উঁকি দেয় "মানুষ মানুষের জন্যে"- মানবের তরে ভালোবাসা। আজকের এই  মহামারীকালীন সময়ে তিনি "কলম সেবক"-এ পরিণত হয়েছেন। ==========



♦ মেহেদী হাসানুল হক ১৯৭৫ সালের ১ জুন কুষ্টিয়া জেলার থানাপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা রেজাউল হক মোহন ছিলেন পরিমল নাট্যগোষ্ঠীর সদস্য ও জনপ্রিয় মঞ্চ অভিনেতা। মাতা সাহিদা হক ছিলেন দায়িত্বশীল গৃহিণী। মেহেদী হক ১৯৯০ সালে এসএসসি (কুষ্টিয়া জিলা স্কুল) ও ১৯৯২ সালে এইচএসসি (কুষ্টিয়া সরকারি কলেজ) পাস করেন। এখান থেকেই ১৯৯৪ সালে বি.কম এবং ১৯৯৬ সালে এম.কম পাস করেন।=======

♦ ছেলেবেলা থেকেই কবিতার প্রতি তিনি অনুরক্ত।কবি -সাহিত্যিকদের জীবনী ছিল তাঁর পছন্দনীয় বিষয় ।  কৈশোরকালে কবিতা প্রিয়জনদের আবৃতি করে শোনাতেন। সবাই খুব আগ্রহ ভরে তাঁর কথা শুনতো। ২০১৭ সালে তার জীবনে দুঃসময় আসে। হৃদরোগে আক্রান্ত হওয়ায় ওপেন হার্ট সার্জারি করতে হয় তাঁর। এরপর মনকে শক্ত করে আবারও ফুল,পাখি,নদী,আকাশ,মাটি,প্রকৃতি -পরিবেশ নিয়ে কবিতা লিখতে শুরু করেন। এজন্য ফেসবুকে তাঁর কবি নাম ছিল-"সোহাগ"। তাঁর কবিতাগুলো পাঠকপ্রিয়তা পায়।===================



♦ তাঁর কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। "আমার আঙিনায় একুশ"-এটিই তাঁর প্রথম একক কাব্যগ্রন্থ।  কবিতার বইয়ের নামকরণেই তাঁর দেশাত্মবোধের পরিচয় মেলে। ব্যক্তিগতজীবনে তিনি দুই সন্তানের জনক। নাম তাদের কাব্য ও কথা । আমরা  তিনিসহ তাঁর পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনা করছি।। ≠≠==================


No comments:

Post a Comment

Thank u very much